টুকরো খবর |
বিস্ফোরণের পিছনে আলফা, মত গগৈয়ের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অস্তিত্ব রক্ষার তাগিদেই সাম্প্রতিক গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে আলফার পরেশ বরুয়া গোষ্ঠী—এমনই মনে করেন তরুণ গগৈ। জ অসমের মুখ্যমন্ত্রী বলেন, “অস্তিত্বরক্ষার তাগিদ আর বাইরের মদতদাতাদের চাপে পড়েই বিস্ফোরণ ঘটিয়ে নিজের অবস্থান জানান দিতে চাইছেন পরেশ বরুয়া। এখন ক্ষমতা নেই। নিরাপত্তাবাহিনী আলফা-র প্রচেষ্টা সফল হতে দেয়নি।” গগৈয়ের দাবি, “২০০১ সালে ক্ষমতায় আসার পর, আলফা ৪০০ জনকে খুন করেছিল। এ বছর এখনও অবধি জঙ্গি হানায় নিহতের সংখ্যা ১০।” ওই জঙ্গি সংগঠনের ‘শহিদ দিবস’-এর জেরে আজ রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। তবে নাশকতার কোনও ঘটনা ঘটেনি। গগৈ জানান, দু’দিন ধরে রাজ্যের সব জেলায় সতর্কতা এবং ১৪৪ ধারা জারি করা হয়েছিল। শহিদ দিবসের জন্য আলফা (স্বাধীন)-এর চেয়ারম্যান অভিজিৎ অসম তাঁর নিজের লেখা ও সুরে একটি গান এবং একটি বিবৃতি প্রকাশ করেছেন। স্বাধীন অসমের জন্য যুদ্ধে প্রাণ দেওয়া সকলকে শ্রদ্ধা জানিয়ে অভিজিৎ বলেছেন, “অসমকে স্বাধীন, সার্বভৌম ও ভারতের কবলমুক্ত করতে লড়াই চলবে।”
পুরনো খবর: বিদেশ সফর বাতিল করলেন গগৈ
|
জঙ্গি সন্দেহে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এনডিএফবি জঙ্গি সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে কোকরাঝাড় জেলার দোতমা থানার বাতাবাড়ি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই তিন এনডিএফবি জঙ্গির নাম মিথিংগা নার্জারি, খাম্ফা বসুমাতারি এবং নিখিল মুসাহারি। ধৃতরা সকলেই কোকরাঝাড় জেলার বাসিন্দা। ধৃতদের থেকে একটি ৭.৬৫ এমএম রিভালবার, দুটি চাইনিজ গ্রেনেড, দুটি ম্যাগাজিন এবং বেশ কিছু তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মিলেছে বেশ কিছু হুমকিপত্রও। কোকরাঝাড় সেনা ছাউনির ২ নম্বর রাজপুত রেজিমেন্টের সেনার জওয়ান এবং কোকরাঝাড় জেলা পুলিশের একটি দল এ দিন ভোরে যৌথ অভিযান চালায়।
|
ব্যবসায়ী মুক্তির দাবিতে বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বরোল্যাণ্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক তথা বিটিএডি-তে জঙ্গিদের অপহরণ, হুমকি দিয়ে টাকা তোলা, অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীর মুক্তির দাবিতে বিটিসি বাঙালি যুব ছাত্র ফেডারেশনের ডাকা অনির্দিষ্ট কাল বন্ধের জেরে কোকরাঝাড়ের জনজীবন বিপর্যস্ত হয়েছে। গত ২৮ জুন জেলার গোসাইগাঁও থানা এলাকা থেকে নরেন সাহা নামের এক যুব ব্যবসায়ীকে সন্দেহভাজন জঙ্গি আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে। তারপর অপহৃত হন আরও দুই ব্যবসায়ী। বিটিসি বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মন্টু দে বলেন, “যত দিন পর্যন্ত ওই ব্যবসায়ীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে না আনা হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাব।”
|
রোহতাসের স্কুলে কীটনাশক, গ্রেফতার শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রোহতাসের একটি স্কুলে মিড ডে মিলের সরঞ্জাম রাখার জায়গায় মিলল কীটনাশকের বোতল। ওই ঘটনায় গাফিলতির দায়ে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মৌদিয়ারা গ্রামে প্রাথমিক স্কুলে ঘটনাটি ঘটে। মিড ডে মিলের জন্য পড়ুয়াদের বাসনপত্র রাখার জায়গায় কীটনাশকের বোতল রেখেছিলেন মনোজকুমার চৌধুরী নামে ওই শিক্ষক। ছাত্রছাত্রীরা তা দেখে অভিভাবকদের জানায়। একপরই বিক্ষোভ হয়। জেলাশাসক জানান, স্কুলের লাগোয়া জমি সবজির চাষ করেন শিক্ষক। জেরায় তিনি জানান, জমিতে দেওয়ার জন্যই ইউরিয়া-জাতীয় ওই কীটনাশক কিনেছিলেন।
|
স্থায়ী ডিরেক্টর পেল আইআইটি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর আইআইটির স্থায়ী ডিরেক্টর হলেন পার্থপ্রতিম চক্রবর্তী। শনিবার ৫৯ তম সমাবর্তন অনুষ্ঠান শেষে অস্থায়ী ডিরেক্টর শঙ্কর সোমের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন তিনি। অতীতে কোলনেট কেলেঙ্কারিতে পার্থপ্রতিমবাবুর নাম জড়ায়। এর জেরে তাঁর নিয়োগপত্র আটকে ছিল। শুক্রবারই ডিরেক্টর পদে তাঁকে নিয়োগের অনুমতি মেলে। খড়্গপুরে স্থায়ী ডিরেক্টরের দাবিতে এক মাস ধরে শিক্ষকদের আন্দোলন চলছিল। এ দিন মৌন মিছিল হওয়ার কথা ছিল। তবে, স্থায়ী ডিরেক্টর পাওয়ায় ওই আন্দোলন স্থগিত হয়ে যায়।
|
ডিমাপুরে দুর্ঘটনা, মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নাগাল্যান্ডের ডিমাপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশর মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে গ্রিন পার্ক এলাকার সেন্ট্রাল জেল জংশনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই সেটির চালক এবং এক যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
|
একই দিনে দু’বার হানা পাক সেনার
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চ |
একই দিনে দু’বার সংঘর্ষ-বিরতি ভেঙে ভারতীয় সেনা-শিবিরে গুলি চালাল পাক সেনা। এক মাসের মধ্যে এই নিয়ে ছ’বার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল তারা। শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখার উপর ঘটনাটি ঘটেছে। সকাল সাড়ে সাতটা নাগাদ দোবা ব্যাটেলিয়নে হঠাৎই গ্রেনেড ছোড়ে পাক সেনা। ভারতীয় সেনা জবাব দিলে পাঁচ ঘণ্টা গুলির লড়াই চলে। এর পর বিকেল পাঁচটায় কাঠুয়া জেলার কোঠায় সীমান্ত চৌকিতে ফের আক্রমণ করে পাক সেনা। আহত হন এক ভারতীয় জওয়ান।
|
ফের সমন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অনিল ও টিনা অম্বানীকে নয়া সমন পাঠাল দিল্লির বিশেষ সিবিআই আদালত। ২২ ও ২৩ অগস্ট তাঁদের টুজি মামলায় সাক্ষী হিসেবে হাজিরা দিতে বলা হয়েছে। আগে তাঁদের ২৬ জুলাই হাজিরা দিতে বলেছিল কোর্ট। কিন্তু, ১৫ অগস্টের পরে কোনও দিন স্থির করতে আর্জি জানান অনিলের কৌঁসুলিরা। আর্জি মেনে নেয় কোর্ট। |
|