|
|
|
|
পরপর বিস্ফোরণের জের |
বিদেশ সফর বাতিল করলেন গগৈ নিজস্ব সংবাদদাতা •গুয়াহাটি |
লখিমপুর, কার্বি আংলং জেলায় পরপর বিস্ফোরণের জেরে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
মুখ্যমন্ত্রীর প্রেস সচিব ভরত নর আজ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রশাসনের কাছে সতর্কবার্তা পৌঁছেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতেই সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য দিল্লিও পৌঁছে গিয়েছিলেন।
প্রশাসনিক সূত্রের খবর, গতকাল সকালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন গগৈ। তখন এ নিয়ে তাঁকে সতর্ক করেন গোয়েন্দা বিভাগের কর্তারা। পুলিশ সূত্রের খবর, ২৩ জুলাই রাতে লখিমপুরের জেল রোড এবং কোর্ট তিনিয়ালিতে দুটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। বিস্ফোরণে তিনজন গুরুতর জখম হন। গতকাল রাতে কার্বি আংলং জেলার বকোলিয়াহাটের দৈনিক বাজারে ফের গ্রেনেড হানা হয়।
ওই ঘটনায় এক যুবক নিহত হন। জখম হন ১১ জন।
পুলিশের অনুমান, কার্বি আংলং-এ গ্রেনেড হানায় কেপিএলটি সংগঠন জড়িত। তা ছাড়া, রাজ্যে আলফা (স্বাধীন), এনডিএফবি সংবিজিত গোষ্ঠী, ডিএইচডি অ্যাকশন গোষ্ঠী, কেএলও এবং মাওবাদীরা সক্রিয় রয়েছে। ২৭ জুলাই আলফা-র ‘শহীদ দিবস’। এই পরিস্থিতিতে এ ধরনের আরও জঙ্গিহানা ঘটতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। |
|
|
|
|
|