|
|
|
|
কিশোরীর মৃত্যুতে উত্তেজনা হাইলাকান্দিতে নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বধূ নির্যাতনের একটি মামলায় অভিযুক্ত এক মহিলার এবং তাঁর কিশোরী মেয়েকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে বাড়িতে ফেরার পরই বিষ খায় ওই কিশোরী। তার মৃত্যুর পরই আজ ভোরে উত্তেজনা ছড়াল হাইলাকান্দিতে। অবরোধ
করা হল হাইলাকান্দি-মিজোরাম জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রের খবর, পুলিশের নির্যাতনের জেরেই ১৩ বছরের জাহানারা বিষ খেয়েছে বলে অভিযোগ তুলেছেন তার মা ফুলেরুন হাজারি। অভিযুক্ত অফিসারের শাস্তির দাবি তোলেন তিনি। অবশেষে প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উঠে যায় অবরোধও।
পুলিশ জানিয়েছে, ২০১১ সালে বালিছড়ার আইনুল হক অভিযোগ করেন, তাঁর জামাই নজরুল হাজারি মেয়ের উপর অত্যাচার করছে। অন্য একজনকে বিয়েও করেছে। নজরুলের মা ফুলেরুন হাজারি এবং বোন জাহানারা বিরুদ্ধেও থানায় অভিযোগ করেন আইনুল। নজরুল আদালতে হাজির হয়ে জামিন নিলেও, মা-মেয়ে তা করেননি। দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তাঁদের গ্রেফতার করেন মামলার তদন্তকারী অফিসার ভাস্করজ্যোতি ফুকন। ওই রাতে থানা থেকেই ব্যক্তিগত জামিনে মুক্তি পান ফুলেরুনরা।
ওই মহিলার অভিযোগ, থানায় শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না-পেরেই তাঁর মেয়ে বিষ খেয়েছে। হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইনম শইকিয়া জানিয়েছেন, ভাস্করজ্যোতিকে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। অভিযোগ অস্বীকার করেছেন ভাস্করজ্যোতি। |
|
|
|
|
|