টুকরো খবর |
রাস্তা সারালেন মেরি কম
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বেহাল রাস্তায় গাড়িতে প্রবল ঝাঁকুনি খেতে-খেতেই তাঁর বাড়ি গিয়েছিলেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সারের ‘ইন্টারভিউ’ নিতে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছিল দেশ-বিদেশের সাংবাদিকদেরও। রাস্তার দুর্দশার কথা বারবার প্রশাসনকে জানিয়েছিলেন ওই ক্রীড়াবিদ। লাভ হয়নি। তা-ই কারও অপেক্ষায় না-থেকে লাঙ্গোল গেম্স ভিলেজের পড়শি, পরিজনদের নিয়ে নিজেই রাস্তা মেরামতির কাজ শুরু করলেন মেরি কম। ১৯৯৯ সালে রাজ্যে ‘জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র সময় লাঙ্গোল পাহাড়ের পাদদেশে গেম্স ভিলেজটি তৈরি হয়েছিল। তখন থেকেই সপরিবারে সেখানেই থাকেন মেরি। পাঁচবার বিশ্ব-চ্যাম্পিয়ন হওয়ার পর, বাসিন্দারা ওই তিন কিলোমিটার রাস্তার নাম বদলান ‘মেরি কম রোড’-এ। তিন সন্তানকে নিয়ে সংসার সামলাতে গিয়ে রাস্তার সমস্যা বেশি করে বুঝছেন তিনি। মেরি বলেন, “বাইরের অতিথিরা আমার বাড়িতে আসছেন। এতে, রাজ্যের ভাবমূর্তিরই ক্ষতি হচ্ছে।” মেরির আশা, এ বার যদি প্রশাসন কিছুটা তৎপর হয়।
|
সুপ্রিম কোর্টে স্বস্তি বিশ্ববিদ্যালয় কর্তার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেলেন মেঘালয়ের চন্দ্রমোহন ঝা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চন্দ্রমোহন ঝা। টাকার বিনিময়ে ডিগ্রি, ভুয়ো ডিগ্রি দেওয়া-সহ একাধিক বেনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ, সিআইডি। পূর্বতন রাজ্যপাল রঞ্জিৎ শেখর মুশাহারিও ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। চন্দ্রমোহনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। মেঘালয় হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোটের্র বিচারপতি এ কে পটনায়েক এবং বিচারপতি এম ওয়াই ইকবাল মেঘালয় সরকারকে নির্দেশ দিয়েছেন, গ্রেফতার হওয়ার পর আইনি নিয়ম মেনে এবং সন্তোষজনক নথিপত্রের ভিত্তিতে জামিন পেতে পারেন চন্দ্রমোহন। উল্লেখ্য, মেঘালয়ের ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী পাল্লাম রাজুও। সেটির অধিকর্তা, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার-সহ কয়েকজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পরই আত্মগোপন করেন চন্দ্রমোহন।
|
মহিলা সহকর্মীকে নিগ্রহের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
শহরের একটি সরকারি হাসপাতালের ‘ওয়ার্ড মাস্টারের’ বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে নিগ্রহের অভিযোগ উঠেছে হাসপাতাল সূত্রের খবর, আজ সকালে ‘সিনিয়র নার্সিং স্টাফ’ অর্চনা বর্ধন হাসপাতালে যান। আচমকা কোনও কারণে ওয়ার্ড মাস্টার শান্তিরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, ওই সময়ই অর্চনাদেবীকে থাপ্পড় মারেন শান্তিবাবু। হাসপাতালের সুপার রাধা দেববর্মা এ ব্যাপারে বলেন, “অর্চনাদেবী ঘটনাটি নিয়ে অভিযোগ জানিয়েছেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে এ নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে।” তবে আজ সন্ধ্যা পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের
করা হয়নি।
|
মাদক পাচারের তদন্তে সিবিআই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সেনার এক পদস্থ অফিসার এবং বিধায়ক-পুত্রের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগের তদন্ত করবে সিবিআই। মণিপুরের স্বরাষ্ট্র দফতর সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে থৌবাল জেলার পাল্লেল চেক-পোস্টে একটি সেনা কনভয়ে তল্লাশি চালানো হয়। তখনই প্রায় ২৫ কোটি টাকার মাদক-ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত অভিযোগে সেনাবাহিনীর একটি ডিভিশনের মুখপাত্র অজয় চৌধুরী-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। তদন্তের পরে ধরা পড়েন রাজ্যের এক কংগ্রেস বিধায়কের ছেলে সেইখোলেন হাওকিপ। ওই ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়। সিবিআই-কে তদন্তভার নিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
|
গণপিটুনির ঘটনা, সাসপেন্ড ওসি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুলিশের সামনেই গণপিটুনিতে চার যুবক গুরুতর জখম হওয়ার ঘটনায় স্থানীয় থানার ওসি-কে সাসপেন্ড করা হল। আজ সকালে গুয়াহাটির কাছে চন্দ্রপুরে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এ দিন গ্রামের মধ্যে মদ্যপ চার যুবককে দুষ্কৃতী সন্দেহে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সশস্ত্র পুলিশকর্মীরা ওই সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরে গুরুতর জখম ওই চার যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিনের ঘটনাটি নিয়ে বিতর্কের জেরে স্থানীয় থানার ওসি হরেশ্বর সন্দিকইকে সাসপেন্ড করার নির্দেশ দেন কামরূপ এসপি। এর পাশাপাশি, চার জন সশস্ত্র পুলিশ জওয়ানকে কারণ দর্শাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
|
অস্ত্র উদ্ধার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বড়ো জঙ্গি-শিবিরে পাচারের আগে পুলিশ বাজেয়াপ্ত করল আগ্নেয়াস্ত্র, কার্তুজ। আজ বঙ্গাইগাঁওয়ে ঘটনাটি ঘটে। গ্রেফতার হয়েছে তিন জন। এসপি অভিজিৎ বরা জানান, একটি গাড়িতে অস্ত্র পাচার করা হচ্ছে বলে খবর আসে। রাখালডুবি এলাকায় তল্লাশির সময় একটি গাড়িতে সেগুলির খোঁজ মেলে। একটি করে একে ৫৬, এম ২০ পিস্তল, গ্লক পিস্তল, বেরেটা পিস্তল এবং ২০০০ রাউন্ড কার্তুজ মিলেছে।
|
অনাথ আশ্রমে যৌন নির্যাতন
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
অনাথ আশ্রমে দলিত মেয়েদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল কোরিয়ার এক নাগরিকের বিরুদ্ধে। ওই ব্যক্তিই আশ্রমটি চালাতেন। নির্যাতিতা এক তরুণীর অভিযোগের পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তরুণী বলেছেন, “তিন বছর বয়স থেকে ওই আশ্রমে আছি আমি। ন’বছর বয়সেই আমার ওপর অত্যাচার শুরু হয়। এখন বয়স ১৯। আমি একা নই, আশ্রমের আরও অনেক মেয়ের সঙ্গেই নিয়মিতএই ঘটনা ঘটত।”
|
হাজিরা থেকে ছাড় অম্বানীর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টুজি কেলেঙ্কারি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল অনিল অম্বানীর। তা এড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টে সেই আর্জির শুনানি এখনও না হওয়ায় বৃহস্পতিবার সিবিআই আদালতেই ফের হাজিরা এড়ানোর আর্জি জানান সেই আবেদন মেনে নিয়েছে সিবিআই আদালত। ফলে শুক্রবার আদালতে হাজিরা দিচ্ছেন না অম্বানী।
|
অসুস্থ প্রধানমন্ত্রী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হঠাৎই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয় বৃহস্পতিবার সকালে। তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অসুস্থতাই বৈঠক মুলতুবির কারণ। সর্দি-জ্বর হওয়ায় এ দিন সকালে একটু অসুস্থ বোধ করেন মনমোহন সিংহ। তবে তেমন গুরুতর অসুস্থতার কোনও খবর নেই।
|
জঙ্গির কবিতা
সংবাদসংস্থা • তিরুঅনন্তপুরম |
দু’বছর ধরে ‘ওড টু দ্য সি’ কবিতাটি পাঠ্য ছিল কালিকট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়াদের। কেউই জানত না, কবিতার রচয়িতা ইব্রাহিম আল-রুবাইশের আসল পরিচয়। পরে জানা গিয়েছে, কবিতার ‘কবি’ আসলে এক জন আল কায়েদা জঙ্গি। বিষয়টি জানার পর পাঠ্যতালিকা থেকে বাদ পড়েছে কবিতাটি।
|
শিক্ষক কেন রান্না দেখবেন: আদালত |
ছাত্রছাত্রীদের খাওয়ার আগে শিক্ষকদের মিড-ডে মিল খেয়ে দেখতে হবে। স্কুলগুলির জেলা পরিদর্শকের তরফে দেওয়া এই নির্দেশের বিরোধিতা করে ইলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল মেরঠের উত্তরপ্রদেশ প্রধানাচার্য পরিষদ। সেই মামলায় বিচারপতি শিবকীর্তি সিংহ ও বিক্রম নাথের বেঞ্চ প্রশ্ন তোলে, শিক্ষক রান্না দেখবেন কেন? স্কুলে শিক্ষকদের কাজ ছাত্রদের পড়ানো, মিড-ডে মিল রান্নার তদারক করা নয়।
|
বর্গফুট-পিছু ৯৭ হাজারের ফ্ল্যাট |
পরিবারের কাছাকাছি থাকার জন্য পরোয়া করেননি অর্থের। তাই বান্দ্রায় পেরি ক্রস রাস্তার উপর ১৬ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন অহুজা নির্মাণ সংস্থার কর্ণধার গৌতম অহুজা। দেড় হাজার বর্গফুটের ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ৯৭ হাজার টাকা করে। এমনিতেই বান্দ্রা এলাকায় ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া, বর্গফুট পিছু ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা করে। কিন্তু গৌতম অহুজার এই ফ্ল্যাটের দাম ছাপিয়ে গিয়েছে সব হিসেব।
|
অস্ত্র-সহ ধৃত তিন |
পুলিশ-সিআরপি যৌথ অভিযানে প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হল বঙ্গাইগাঁওয়ে। বুধবার গভীর রাতে রাখালডুবি গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে তিন জনকে গ্রেফতারও করা হয়। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, দুটি এম-২০ পিস্তল, ও দুই হাজার তাজা কার্তুজ। ধৃতদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
|
দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের |
রাজ্যের প্রতি কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদে দিল্লিতে ১২ অগস্ট অবস্থান বিক্ষোভ করবে তৃণমূলের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স। |
|