|
|
|
|
|
ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, ধৃত অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
|
বাসের পর এ বার চলন্ত ট্রেন। শনিবার ভোর বেলা লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করল এক যুবক। বাধা দিতে গেলে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করে সে। শেষে পরের স্টেশনে যুবতীর চিৎকার শুনে অভিযুক্তকে ধরে ফেলে জিআরপি।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৫টা ৪১-এ মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে ওঠেন বছর তেইশের তরুণী। যাচ্ছিলেন দাদারে। মহালক্ষ্মী স্টেশন থেকে ওই কামরাতে ওঠে ওই যুবক। তরুণীকে একা পেয়ে ট্রেনের মধ্যেই তাঁর সঙ্গে অভব্য আচরণ করে সে। তরুণীর অভিযোগ, তাঁকে ধর্ষণেরও চেষ্টা করে ওই ব্যক্তি। তাই দেখে ওই যুবতী ফোন বার করলে তাঁর ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধেরও চেষ্টা করে সে। পরের স্টেশন লোয়ার পারেলে ট্রেন ঢুকতেই সাহায্যের আশায় চিৎকার জুড়ে দেন তরুণী। সেই শুনেই স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ও পুলিশ ধরে ওই যুবককে।
রেল পুলিশের এসআই রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, অভিযুক্তের নাম দেবরাজ হনুমন্ত কনাপা। বয়স বছর আঠাশ। পেশায় রাজমিস্ত্রি হনুমন্তের বাড়ি কুরলা এলাকায়। শারীরিক পরীক্ষার পর তাকে আজ স্থানীয় আদালতে তোলা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ও ৩৫৪ (শ্লীলতাহানি) ধারায় হনুমন্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশের খাতায় হনুমন্তের নাম আগেও উঠেছে। তদন্তে জানা গিয়েছে, দু’বার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়ে সে।
মহিলা কামরায় পুলিশ প্রহরার আশ্বাস দেওয়া হয়েছে বারবার। তা সত্ত্বেও তা কেন ছিল না, সেই প্রশ্ন করলে ত্রিবেদী জানান, যে কনস্টেবলের ওই ট্রেনে থাকার কথা ছিল, তাঁকে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। |
|
|
|
|
|