পর্বতারোহণে গিয়ে নিখোঁজ তিন স্পেনীয় অভিযাত্রী। আশঙ্কা, তাঁরা বেঁচে নেই। পাকিস্তান অ্যালপাইন ক্লাব সূত্রের খবর, পাঁচ জন আরোহীর দলটি উত্তর পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার গসেরব্রুম-১ শৃঙ্গ অভিযানে গিয়েছিলেন। সোমবার সকালে শৃঙ্গ জয় করে ফেরার সময়, খারাপ আবহাওয়ার মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান ওই তিন জন। সহ-অভিযাত্রীরা জানিয়েছেন, আকাশ পথে তল্লাশি হয়েছে। খোঁজ পাওয়া যায়নি। ওঁরা মারা গিয়েছেন বলেই মনে হচ্ছে।
|
উত্তর-পশ্চিম পাকিস্তানে কুররম উপজাতীয় এলাকায় জোড়া আত্মঘাতী বিস্ফোরণে হতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭। আহত প্রায় ১৩০। ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এক গোয়েন্দা অফিসার জানান, শুক্রবার বিস্ফোরক ঠাসা মোটরবাইক নিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রথম বিস্ফোরণটি ঘটে ঘিঞ্জি বাজার এলাকায়। কয়েক মিনিট পরেই স্কুল রোড নামে একটি রাস্তায় ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার না করলেও সন্দেহের তির তালিবানের দিকে।
|
স্পেনে ট্রেন দুর্ঘটনাস্থলে এক তরুণী। শনিবার। ছবি: এপি |
স্পেনের রেল দুর্ঘটনায় অভিযুক্ত চালক ফ্রান্সিসকো হোসে গার্জনের বিরুদ্ধে বেপরোয়া ভাবে ট্রেন চালানোর অভিযোগ এনেছে পুলিশ। ৫২ বছরের এই চালকের বিরুদ্ধে তদন্তে সাহায্য না করার অভিযোগও আছে। তদন্তকারীদের মতে, সে দিন নির্ধারিত গতির চেয়ে দ্বিগুণ গতিতে ট্রেন চালাচ্ছিলেন গার্জন।
|
হাজার বছরের কারাবাস। মৃত্যুদণ্ডের বদলে এমনই অভিনব সাজা শোনালেন এক মার্কিন বিচারক। তিন কিশোরীকে বন্দি করে দশ বছর ধরে যৌন নির্যাতন চালিয়েছিল ক্লিভল্যান্ডের বাসিন্দা এরিয়াল কাস্ত্রো। সবে দু’মাস হল ধরা পড়েছে সে। শনিবার স্থানীয় আদালতে সমস্ত দোষই কবুল করে নেয় এরিয়াল। অপরাধী দোষ স্বীকার করে নিলে ফাঁসির আদেশ দেওয়া দস্তুর নয় মার্কিন মুলুকে। তাই যাবজ্জীবন কারাদণ্ড ও আরও হাজার বছরের জেলের আদেশ দিয়েছেন বিচারক।
|
আমেরিকার মায়ামির কাছে পণবন্দি কাণ্ডের জেরে নিহত সাত। পুলিশ জানায়, শুক্রবার এক ব্যক্তি প্রতিবেশীদের পণবন্দি করে ফেলে। পরে খুনও করে ছ’জনকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ওই দুষ্কৃতীও। |