দুর্ঘটনায় মৃত্যু, পথ-অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেখলিগঞ্জ |
শুক্রবার পথ দুর্ঘটনয় উত্তেজনা ছড়াল চ্যাংরাবান্ধায়। মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্পের কাছে মাথাভাঙাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় এক বাস যাত্রীর মৃত্যু হয়। মৃতের নাম মনোজ সাহা (৪৫)। তাঁর বাড়ি মাথাভাঙায়। জখম হন আরও ২ জন। ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা চ্যাংরাবান্ধা শিলিগুড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাতে আটকে পড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেশ কয়েকটি বাস। অবরোধ হঠানো নিয়ে বচসা থেকে তাদের একাংশের সঙ্গে আন্দোলনকারীদের গোলমাল হয়। কেন্দ্রীয় বাহিনীর একদল জওয়ান অবরোধকারীদের লাঠিচার্জ করে। একটি ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোচবিহার পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেছেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। লাঠিচার্জ নিয়ে অভিযোগ পাইনি।” |
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
গ্রাম পঞ্চায়েতে সিপিআইয়ের এক প্রার্থীর দাদার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে সাহাপুরে বিমল দাস কলোনিতে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির সবাই বেড়াতে গিয়েছিলে। সেই সময় কে বা কারা রাজকুমার পালের দাদা নেপাল পালে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চার দিকে ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ছুটে যান। দাউদাউ করে আগুন ধরে য়ায়। জল নিয়ে নেভানোর আগেই বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। সিপিআই প্রার্থী রাজকুমার পাল অভিযোগ করেন, “কংগ্রেসিরা আমার বাড়ি ভেবে দাদার বাড়ি পুড়িয়ে দেয়।” এ দিকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি এ দিন বলেন, “কে আগুন লাগিয়েছে আমরা কী করে বলব? আমাদের কেউ ওই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নয়।” |
বিষক্রিয়ায় বধূর মৃত্যু
নিজস্ব সংবাদাতা • ইসলামপুর |
বিষক্রিয়ায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার কাছনা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম গুলেনুর বেগম (৩০)। বাড়ি ওই এলাকাতেই। রাতে আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছিল ওই যুবতীর। মৃতার দাদা আলি হুসেন বলেন, “শ্বশুরবাড়ির অত্যাচার সইতে না পেরে ও আত্মহত্যা করেছে।” |
জখম ছয় পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ভোটের ডিউটে শেষ করে কুমারগঞ্জ থানায় পৌঁছাতে ভুটভুটিতে চেপে বসেন দক্ষিণ দিনাজপুরে আসা কলকাতা পুলিশের ৮ জন কর্মী। মিনিবাসের সঙ্গে ধাক্কা লেগে ভুটভুটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেলে গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী। শুক্রবার দুপুরে কুমারগঞ্জ থানার মোরগপাড়া এলাকার ঘটনা। আহত দুই জনকে বালুরঘাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
কার্গিল দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কার্গিল দিবস পালন করল কোচবিহার জেলা প্রাক্তন সঙ্ঘ। শুক্রবার সাগর দিঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সঙ্ঘ সদস্যরা। পরে নিহতদের পরিবারের সদস্যদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে দেওয়ার দাবি নিয়ে একটি আলোচনা সভা হয়। |
বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার নুরুল্লাকুঁড়ি এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। মৃতের নাম মাহফুজ আলম (১১)। বাইক ফেলে চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা এর পরে বাইকে আগুন ধরিয়ে অবরোধ করে। স্থানীয় বিডিও ওয়াংদি গ্যালপো ভুটিয়া রাস্তায় গতিরোধক বসানো ও বাইক চালককে গ্রেফতারের আশ্বাস দিলে ২ ঘন্টা বাদে অবরোধ ওঠে। |