ভোটের দিন রাজনৈতিক গোলমালে জখম চিকিসাধীন এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম আনিসুর রহমান (৩৫)। বাড়ি শুকারুরকুঠি এলাকায়। গত বৃহস্পতিবার শুকারুরকুঠি এলাকায় ভোটকেন্দ্রের কাছে তিনি আক্রান্ত হন। মাথায় গুরুতর চোট পান। দিনহাটা, কোচবিহার, মেডিক্যাল কলেজের পর তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। এদিন বিকালে তিনি মারা যান। দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী বলেন, “বুথের সামনে ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের কর্মীরা আনিসুরের উপর হামলা করেছিল। আমরা পুলিশে অভিযোগ করেছি। এদিন রাতেই তাঁর দেহ কোচবিহারে নিয়ে আসা হচ্ছে।” দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দিনহাটায় বামেরা যে পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছেন এই ঘটনায় তা স্পষ্ট হয়েছে।” বামেদের তরফে অবশ্য এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের বলে দাবি করা হয়েছে। সিপিএমের দিনহাটা জোনাল সম্পাদক তারাপদ বর্মন বলেন, “গোষ্ঠী কোন্দলের জেরেই ওই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের কেউ ঘটনায় জড়িত নন। শুকারুরকুঠিতে মারপিট করার মত সংগঠন আমাদের নেই।” ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, মৃতের বাড়ি যে এলাকায় সেখানে তৃণমূলের সরকারি প্রার্থী ছাড়াও বিক্ষুব্ধ নির্দল প্রার্থী আছেন। তা নিয়েই গোলমাল চরমে উঠেছিল। ফরওয়ার্ড ব্লকের দিনহাটা পূর্ব জোনাল সম্পাদকমন্ডলীর সদস্য বিশু ধর বলেন, “পুরোটাই যে তৃণমূলের নিজেদের গোলমাল তা গোটা এলাকার লোক জানেন। আর শুকারুরকুঠিতে বামকর্মীরাই আক্রান্ত হন। আমাদের চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন।” পুলিশ জানিয়েছে, শুকারুরকুঠি-সহ জেলার বেশ কিছু এলাকায় বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে ভোটের দিন বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। তাতে উভয়পক্ষের লোকেরা জখম হন বলে অভিযোগ, পাল্টা অভিযোগ এসেছে। তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল সমর্থক সমর্থিত নির্দল প্রার্থীদের মধ্যেও কয়েকটি এলাকায় গোলমাল হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে আমি এখনও কোনও রকম অভিযোগ পাইনি। বিষয়টি দেখা হচ্ছে।” |