এক তৃণমূল নেত্রীকে বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোর্চার কেন্দ্রীয় কমিটির এক নেতা-সহ চার সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ জানাচ্ছে, তাঁকে ধর্ষণের চেষ্টা ছাড়া সোনার গলার মালা ছিনিয়ে নিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মালবাজার থানার বাগরাকোট ভানু ময়দান লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের মধ্যে শরৎ ছেত্রী নামে মোর্চার শ্রমিক সংগঠনের জোনাল সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে। জলপাইগুড়ির জেলার পুলিশ সুুপার অমিত জাভালগি বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, সরোজ ছেত্রীকে মাস দুয়েক আগে বাগরাকোট বাজারে তৃণমূলের হোর্ডিং ছেঁড়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
ঘটনার পর মোর্চাকে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দলের প্রদেশ যুব সংগঠনের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “বেশ কিছুদিন ধরেই ডুয়ার্সে মোর্চা সমথর্র্করা তৃণমূলের লোকজনের উপর হামলা চালাচ্ছেন। মোর্চা নেতা বিমল গুরুঙ্গের নির্দেশেই এই সব ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে। এর পর থেকে বিমল গুরুঙ্গ ডুয়ার্সের যেখানেই সভা করতে আসবেন, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে।” তিনি জানান, এর পরে যে এলাকায় গুরুঙ্গ সভা করবেন, সেই একই এলাকায় একই সময়ে তৃণমূলও সভা করবে। অভিযুক্তদের ধরতে পুলিশকে বলা হয়েছে।
এই প্রসঙ্গে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “হামলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ডুয়ার্সে বিমল গুরুঙ্গের উপস্থিতিতে সভা হবেই। সে সময়ে যদি কেউ বাধা দেয়, তা তখন আমরা বুঝে নেব।” অভিযোগ, মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনোদ ঘাতানি-সহ মোর্চার বাগরাকোট এলাকার শ্রমিক সংগঠনের জোনাল সম্পাদক সরোজ ছেত্রী-সহ চারজন রাতে ওই হামলা চালান বলে অভিযোগ। ওই নেত্রীর অভিযোগ, ভোটের পর রাতে রাত সাড়ে সাতটা নাগাদ অভিযুক্ত চার মোর্চা নেতা-কর্মী হামলা করেন। মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টাও হয়। চিৎকার করলে সালোয়ারের ওড়না দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। চিৎকার শুনে এলাকার তৃণমূলের সমর্থকেরা ছুটে আসতেই অভিযুক্তরা গলার সোনার মালাটি ছিনিয়ে নিয়ে পালায়। ওই নেত্রী বলেন, “এমনভাবে দল বেঁধে হামলা হবে ভাবতেই পারছি না।” অভিযোগ মানতে চাননি মোর্চা নেতারা। ঘটনার অন্যতম অভিযুক্ত তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিনোদ ঘাতানি বলেন, “তৃণমূল পঞ্চায়েত ভোটের রাজনীতির লড়াইতে বাগরাকোটে পিছিয়ে পড়েছে, এটা বুঝতে পেরেই এই ধরণের নাটক তৈরি করেছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও নালিশ জানাব।” ওই নেত্রী বাড়তি রাজনৈতিক প্রচারের জন্যেই এ ধরণের কাজ করছেন বলেও পাল্টা অভিযোগ করেছেন মোর্চা নেতা বিনোদ ঘাতানি। |