গোলমাল শুরু
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
পাহাড়ের শহীদ দিবসের অনুষ্ঠানকে ঘিরে ২৪ ঘন্টা আগেই গোলমাল শুরু হয়েছে দার্জিলিং পাহাড়ে। শুক্রবার কার্শিয়াং থানার বাজার এলাকায় অনুষ্ঠানের পোস্টার লাগানোকে কেন্দ্র করে জিএনএলএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে মোর্চা কর্মীদের বিরুদ্ধে। এতে দুইজন জিএনএলএফ কর্মী জখম হয়েছেন। তাঁদের কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর গোটা কার্শিয়াং জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় পুলিশ টহলদারি শুরু করেছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জেলা পুলিশ সুপার কুনাল অগ্রবাল বলেন, “তদন্ত হচ্ছে। পাহাড় জুড়ে পুলিশি ব্যবস্থা করা হয়েছে।” শনিবার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক শহরে শহীদ দিবস পালনের ঘোষণা করেছেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। কিছু দিন ধরে সংগঠন মজুবত করার কাজে নেমে জিএনএলএফও এবার পাহাড়ে ওই অনুষ্ঠানের ঘোষণা করে। কার্শিয়াঙের লংভিউ চা বাগানে জিএনএলএফের অনুষ্ঠানটি হওয়ার কথা। পুলিশের কাছে অভিযোগ, এদিন অনুষ্ঠানে পাহাড়বাসীকে যোগ দেওয়ার জন্য কার্শিয়াং শহরে পোস্টার সাঁটছিলেন কয়েকজন জিএনএলএফ কর্মী। সেখানে তাঁদের উপর মোর্চা কর্মীরা হামলা করেন বলে অভিযোগ। এতে মহকুমার রোহিণীর বাসিন্দা কুন্দন পাখরিন এবং মন্টিভিয়ট চা বাগানের বাসিন্দা গোরে ডং জখম হন। দুই জনই জিএলএলএফ কর্মী হিসাবে এলাকায় পরিচিত। কুন্দনবাবু পোস্টার লাগানোর কথা জানালেও গোরে ডং-র দাবি, তিনি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। বিনা প্ররোচনায় তাঁকে মারধর করা হয়েছে। যদিও মোর্চার তরফে অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং বলেন, “আমাদের কেউ ওই ঘটনায় জড়িত নন। ওঁরা নিজেদের মধ্যে মারামারি করেছে বলে শুনেছি।” |
ফের ভোট, পুর-প্রস্তুতি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পঞ্চায়েতের ভোট মিটতেই শুরু হল পুরসভা নির্বাচনের প্রস্তুতি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের গোড়ায় ভোট হওয়ার কথা। ইতিমধ্যেই মেয়াদ ফুরিয়েছে পুর-বোর্ডের। ওই পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে ভারপ্রাপ্ত মহকুমাশাসক শিশির লেপচা। আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা টাউন ব্লক কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “আমরা কাজ শুরু করেছি। ২০০৮ সালের ভোটে ২০টি আসনের মধ্যে দলীয় ভাবে ৮টি আসন ও কংগ্রেস সমর্থিত নির্দল ১টি আসনে জেতে। এ বার দুই সিপিএম কাউন্সিলর আমাদের দলে যোগ দিয়েছেন।” তাঁরা দাবি, “এলাকায় উন্নয়ন হওয়ায় গত বারের চেয়েও বেশি আসনে জিতে আমরা পুর-বোর্ড গঠন করব।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দাশগুপ্ত জানান, গত বছর সিপিএম ৫টি আরএসপি ২টি ও সিপিআই আলাদা ভাবে ১টি আসনে জেতে। রবীনবাবু বলেন, “এবার বামফ্রন্টগত ভাবে লড়ব। তবে পঞ্চায়েত ভোটের গণনা শেষ হওয়ার পরে পুরভোটের প্রস্তুতি শুরু করব।” গতবার পুরভোটে তৃণমূল ১টি আসন জিতেছিল। তৃণমূল নেতা জহর মজুমদার বলেন, “গত বছর সব আসনে প্রার্থী দিতে পারিনি। এ বার আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ডেই প্রার্থী দেব। এই পুরসভাতেও পরিবর্তনের হাওয়া বইবে।” তাঁর দাবি, “কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের কাজে পুর-এলাকার মানুষ খুশি নন।” |
মৃতের মেয়েকে প্রতিশ্রুতি মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভোটের লাইনে অসুস্থ হয়ে মৃত বৃদ্ধ মহেন্দ্র বর্মনের মেয়ের পড়ার খরচ বহনের প্রতিশ্রুতি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সকালে ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরে মহেন্দ্রবাবুর বাড়িতে যান মন্ত্রী। তাঁর পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ১০ হাজার টাকা দেন মৃতের স্ত্রী মালতি দেবীর হাতে। মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে তিনি। গৌতমবাবুও কথা দেন মহেন্দ্রবাবুর মেয়ে পলির পড়াশুনোর যাবতীয় খরচের ব্যবস্থা করে দেবেন তিনি। মহেন্দ্রবাবুর মৃত্যু নিয়ে রাজনীতি খুঁজতে যাওয়াটা ঠিক নয় বলে মন্তব্য করে গৌতমবাবু বলেন, “মহেন্দ্রবাবুর মৃত্যু দুঃখজনক। রাজনীতি খোঁজা ঠিক নয়। ভোট দিতে নিয়ে যাওয়াটা একটা রাজনৈতিক রীতি। যাঁরা নিয়ে যান, তাঁদের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে।” বৃহস্পতিবার ডাবগ্রাম-২ পঞ্চায়েতের জলেশ্বরীতে ভোট দিতে গিয়ে মারা যান ঠাকুরনগরের মহেন্দ্র বর্মন (৭৫)। |
ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
প্রতিবেশী বিধবার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মাদারিহাট গ্রামে। ওই মহিলার পাশে ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর ছেলে। মায়ের চিৎকারে সে ছুটে আসে। অভিযুক্তকে ধরে মারধর করে ঘরে আটকে রাখা হয়। শুক্রবার তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অসুস্থ ভোটকর্মী। ভোটের কাজে এসে হৃদরোগে আক্রান্ত হলেন এক জন সহকারী সাব ইন্সপেক্টর। শুক্রবার ডুয়ার্সের মালবাজারের ঘটনায়। পুলিশ জানিয়েছে, এএসআই সনাতন কর্মকার পুরুলিয়া জেলার জয়পুর থানায় কর্মরত। ভোটপর্ব মেটার পর মালবাজারের পুরসভা ভবনে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে তিনি ছিলেন। এ দিন দুপুরে আচমকা অসুস্থ হওয়ার পরে তাঁকে শিলিগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। |
মৃত্যু অসুস্থ ভোট কর্মীর
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ভোটের ডিউটিতে উত্তরবঙ্গে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোট কর্মীর মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার মহকুমার কালচিনি ব্লকের ভার্নাবাড়ি টিজি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। প্রশাসনিক সূত্রের খবর, গত বুধবার রাতে ভোট কেন্দ্রে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহারে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই বিজয় গোপাল পাল (৫৪) নামে ওই ভোটকর্মী মারা যান। তিনি সেকেন্ড পোলিং অফিসার ছিলেন। তাঁর বাড়ি কুমারগ্রাম ব্লকের দক্ষিণ রামপুর গ্রামে। তিনি বারবিশা সুকান্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষক ছিলেন। আলিপুরদুয়ারের ভারপ্রাপ্ত মহকুমা শাসক শিশির লেপচা এই দিন এই প্রসঙ্গে বলেছেন, “ওই ভোট কর্মীর পরিবার যাতে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ পান তা দেখা হবে।” |
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ শান্তিনগরের বিনয় মোড় এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম সুধা শ্রীবাস্তব (২৮)। তাঁর গলায় নাইলনের দড়ি পেঁচানো ছিল। সুধার স্বামী সঞ্জীব শ্রীবাস্তব পেশায় দিনমজুর। তিনি পুলিশকে জানান, বৃহস্পতিবার বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান। |
ভোটের কাজে এসে হৃদরোগে আক্রান্ত হলেন এক জন সহকারী সাব ইন্সপেক্টর। শুক্রবার ডুয়ার্সের মালবাজারের ঘটনায়। পুলিশ জানিয়েছে, এএসআই সনাতন কর্মকার পুরুলিয়া জেলার জয়পুর থানায় কর্মরত। ভোটপর্ব মেটার পর মালবাজারের পুরসভা ভবনে অন্য পুলিশ কর্মীদের সঙ্গে তিনি ছিলেন। এ দিন দুপুরে আচমকা অসুস্থ হওয়ার পরে তাঁকে শিলিগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। |