উত্তাল সমুদ্রে ধীবরের মৃত্যু, নিখোঁজ ৫
ঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে এ রাজ্যের দু’প্রান্তে ট্রলার-ভুটভুটি দুর্ঘটনায় মৃত্যু হল এক মৎস্যজীবীর, নিখোঁজ হলেন পাঁচ জন।
শুক্রবার ভোর থেকে সমুদ্র উত্তাল ছিল। বৃষ্টি হচ্ছিল। ভাল মাছ পাওয়ার আশায় পূর্ব মেদিনীপুরের রামনগরের দেউলিবাংলো গ্রাম থেকে ১৯ জন মৎস্যজীবী আলাদা ভাবে তিনটি ভুটভুটি নিয়ে মন্দারমনি ও পাশের জলধাখটি থেকে সমুদ্রে যান। ঘণ্টা পাঁচেক বাদে ফেরার পথে পাড়ের কাছেই ভুটভুটি তিনটি উল্টোয়। সৈকতে থাকা মৎস্যজীবীরা দু’টি ভুটভুটি এবং দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন। একটি ভুটভুটি ভেসে যায়।
উদ্ধার হওয়া মৎস্যজীবীদের মধ্যে উপেন্দ্র বেরা (৩৮), সুধাংশু বেরা ও রবীন্দ্র বেরা নামে অসুস্থ হয়ে পড়া তিন জনকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান উপেন্দ্র।
কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা জানান, সুধাংশু এবং রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্য দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জম্বু দ্বীপের ৩৫ কিলোমিটার দক্ষিণে বোটবয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের আট নম্বর কালীনগর এলাকা থেকে ১৩ জন মৎস্যজীবীর একটি দল গত মঙ্গলবার কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে ‘এফ বি শঙ্খধ্বনি’ নামে একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যায়। শুক্রবার ভোরে তাঁরা প্রচুর ইলিশ নিয়ে ফিরছিলেন।
সমুদ্র উত্তাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি উল্টে যায়। ন’জন সাঁতার কাটতে থাকেন। আশপাশে থাকা ট্রলারের মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন। কিন্তু স্বপন দাস (চালক) এবং জয়দেব দাস, প্রবীর দাস ও স্বপন দাস নামে ওই ট্রলারের তিন মৎস্যজীবীর খোঁজ মেলেনি। প্রায় একই সময়ে ওই এলাকাতেই ‘এফ বি বিষ্ণু’ নামে অন্য একটি ট্রলার ঢেউয়ের দাপটে কাত হয়ে গেলে অক্ষয়নগরের গৌতম দাস নামে এক মৎস্যজীবী পড়ে যান। তাঁরও খোঁজ মেলেনি।
মহকুমাশাসক (কাকদ্বীপ) অমিত নাথ বলেন, “নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে উপকূল রক্ষী বাহিনী তল্লাশি শুরু করেছে। ট্রলারটিও উদ্ধারের চেষ্টা চলছে।” মৎস্যজীবীদের ওয়্যারলেস মারফত দুর্ঘটনার খবর পায় কাকদ্বীপ মৎস্যজীবী কল্যাণ সমিতি। সমিতির সম্পাদক দ্বিজেন মাইতি বলেন, “সমুদ্র উত্তাল থাকাতেই ওই দুর্ঘটনা। নিখোঁজদের খোঁজে মৎস্যজীবীরাও ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছেন।”
শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবীরা কাকদ্বীপ মৎস্যবন্দরে ফেরেন। তাঁদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা।
উদ্ধার হওয়া মৎস্যজীবীদের মধ্যে রাধেশ্যাম দাস বলেন, “তখন ভোর ৬টা বাজে। ট্রলারের নীচের অংশে তিন জন ঘুমোচ্ছিল। আমরা ক’জন উপরে ছিলাম। প্রবল ঢেউয়ে আচমকা ট্রলার উল্টে গেল। প্রচুর ইলিশ পেয়েছিলাম। সব গেল! জলে পড়ে বেশ খানিকক্ষণ সাঁতার কাটি। পরে অন্য ট্রলার এসে উদ্ধার করে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.