স্বাস্থ্য ছাড়া সব বাজেটই আজ উঠছে গিলোটিনে
ঞ্চায়েত ভোটের জন্য সময়াভাবের কারণ দেখিয়ে স্বাস্থ্য ছাড়া রাজ্যের বাকি সব দফতরের বাজেট শেষ পর্যন্ত চড়ানো হচ্ছে গিলোটিনে! পঞ্চায়েত ভোটের জন্যই মার্চে কয়েক মাসের ভোট অন অ্যাকাউন্ট পাশ হয়েছিল বিধানসভায়। যার মেয়াদ ফুরোচ্ছে ৩১ জুলাই। বাকি বছরের বাজেট পাশ করার জন্য আজ, শনিবার সকাল ৯টা থেকে এক দিনের অধিবেশন বসছে। বাজেট এবং অর্থ বিল পাশের পর শুধু স্বাস্থ্য দফতরের বাজেট নিয়েই আলোচনা হবে।
বহু গুরুত্বপূর্ণ দফতরের বাজেট আলোচনা ছাড়াই পাশ করিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে দু’বছর ধরেই। কিন্তু এ বার স্বাস্থ্য বাদে বাকি সব দফতরের ব্যয়-বরাদ্দকেই গিলোটিনে তোলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিরোধীরা। বিধানসভায় শুক্রবার ফ্রন্ট, কংগ্রেস ও এসইউসি-র প্রস্তাব ছিল, সময়াভাবের কথা মাথায় রেখে এক বা দু’মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করানো হোক। পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া মিটলে দ্রুত অধিবেশন ডেকে দফাওয়াড়ি বাজেট বিতর্ক হোক। কিন্তু সরকার তা মানেনি। এমনকী যখন সরকারের তরফে জানানো হয় শুধু একটি দফতরেরই বাজেট বিতর্ক হবে আজ, তখনও বামেদের দাবি ছিল, সাধারণ প্রশাসন বা পঞ্চায়েত নিয়ে কথা হোক। কিন্তু সরকার বেছে নিয়েছে স্বাস্থ্য দফতরকে, যে দফতরের পূর্ণমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েক ঘণ্টার অধিবেশন করে প্রায় সব দফতরের বাজেট গিলোটিনে পাঠানোর সিদ্ধান্তকে গণতন্ত্রের অবমাননা হিসাবেই দেখছেন বিরোধীরা। প্রাক্তন পরিষদীয় মন্ত্রী প্রবোধ সিংহের মতে, “এমন ঘটনা বিধানসভায় কখনও ঘটেনি।” সিপিএম বিধায়ক আনিসুর রহমানের অভিযোগ, “এই সরকার বিধানসভাকে মহাকরণে পরিণত করেছে!” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় এই রকম হয়তো হয়নি। কিন্তু লোকসভায় হয়েছে বহু বার।” গিলোটিনের সিদ্ধান্তের বিরোধিতা করে স্পিকারকে চিঠি দিয়েছেন এসইউসি বিধায়ক তরুণকান্তি নস্করও। সরকার পক্ষ মানবে না জেনেও রাজ্যের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে একটি মুলতবি প্রস্তাব আনতে চায় বামফ্রন্ট।
এ দিন সর্বদল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২৬ অগস্ট থেকে ফের স্বল্পকালীন একটি বর্ধিত বাজেট অধিবেশন হবে। তখন পাশ হবে কিছু বিল। এ দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়েছে, বাজেট সংক্রান্ত আলোচনার পর আজ ‘ওয়েস্ট বেঙ্গল ভ্যালু অ্যাডেড ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৩ পেশ হবে। এক দিনে কাজ সারার তাগিদে আজ অধিবেশন শুরু হবে সকাল ৯টায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.