গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হলেন চার জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে, বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবেশ্বর পাল (৫৫)। তিনি ও জখম ব্যক্তিরা সকলেই নদীয়ার হরিণঘাটা এলাকার বাসিন্দা। পাথরের মুর্তি গড়ার কাজ করতে তাঁরা বাঁকুড়ায় এসেছিলেন বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। তাঁরা দুর্গাপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই শিবেশ্বরবাবুর মত্যু হয়। লরি ফেলে চম্পট দেন চালক। পুলিশ আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
|
হৃদরোগে আক্রান্ত হয়ে পঞ্চায়েত নির্বাচনে এক তৃণমূল প্রার্থীর মৃত্যু হল। মৃতের নাম উত্তম মণ্ডল (৪০)। গঙ্গাজলঘাটি থানার জামবেদিয়া গ্রামে তাঁর বাড়ি। তিনি পিড়রাবনী গ্রাম পঞ্চায়েতের জামবেদিয়ার প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়। সেই রাতে তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জয়ী হলে ওই আসনে ফের নির্বাচন করতে হবে। তৃণমূলের গঙ্গাজলঘাটি ব্লক সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান, গত পঞ্চায়েত নির্বাচনে উত্তমবাবু পিড়রাবনী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন। |