বিএ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তারপরেও এলাকার প্রায় শ’পাঁচেক ছাত্রছাত্রী ভর্তি হতে পারেননি। অবিলম্বে এলাকার ওই সব ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে শুক্রবার সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। পরে সংগঠনের তরফে কলেজের টিচার-ইনচার্জ কুন্তলকান্তি চট্টরাজের কাছে তারা স্মারকলিপি দেয়। |
তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সহ-সভাপতি সুরজিৎ পতি বলেন, “সারেঙ্গা, রাইপুর ও সিমলাপাল ব্লকের অধিকাংশ ছাত্রছাত্রী এই কলেজের উপরে নির্ভরশীল। মেধা তালিকার প্রথম দিকে থাকা ৯২৪ জন ছাত্রছাত্রী এ বার বিএ প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। তারপরেও এলাকার প্রায় ৫০০ জন পড়ুয়া ভর্তির সুযোগ পাননি। ওইসব পড়ুয়াদের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ায় আমরা তাঁদের কলেজে ভর্তি নেওয়ার দাবি জানিয়েছি।” সারেঙ্গার জাদুরগোড়া গ্রামের উমা দুলে, রাইপুরের রাওতোড়া গ্রামের প্রতিমা মাহাতো বলেন, “এই অবস্থায় আমাদের পড়াশোনা বন্ধ হতে বসেছে।” কলেজের টিচার-ইনচার্জ অবশ্য সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, “এলাকার সব ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হলে আসন সংখ্যা আরও বাড়াতে হবে। সে ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পেলেই আমরা ছাত্রছাত্রীদের ভর্তি নেব।” |