টুকরো খবর |
স্ত্রীকে গুলিতে খুন করে আত্মঘাতী স্বামী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্ত্রীকে গুলি করে মেরে আত্মঘাতী হল এক যুবক। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার খেদাইতলা পাড়ায়। পুলিশ জানিয়েছে, নিহত দম্পতির নাম রূপাই বাইন (২৪) এবং চন্দন বাইন (৩০)। ঘটনাস্থল থেকে গুলি সহ একটি ‘সেভেন এমএম’ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে বনগাঁর বাসিন্দা রূপাইদেবীর সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের বাসিন্দা চন্দনের। বনগাঁয় এক আত্মীয়ের বাড়ি থেকে পড়াশোনা করত চন্দন। মাঝে মধ্যেই সে বাংলাদেশে চলে যেত। সেখানে চন্দন আরেকটি বিয়ে করে বলেও অভিযোগ। কিছুদিন আগে চন্দন তাঁদের বছর সাতেকের ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে যায়। সম্প্রতি ফিরে আসে। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চরমে ওঠে। পুলিশ জানিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ চন্দন বাড়িতে চড়াও হয়ে রূপাইদেবীর মাথায় গুলি করে। পরে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়। ঘটনাস্থলেই মারা যান দু’জন। বাংলাদেশের দুষ্কৃতীদের সঙ্গে চন্দনের যোগ ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
|
তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার ভোরে স্বরূপনগরের চিতুরি গ্রামের বাসিন্দা সাজাহান গাজির দেহ মেলে গ্রাম থেকে দু’কিলোমিটার দূরে নিত্যানন্দকাটি গ্রাম থেকে। পাট শুকোতে দেওয়ার বাঁশ থেকে ঝুলছিল তাঁর দেহ। গলায় ও পায়ে পাট জড়িয়ে ছিল। সাজাহানকে দলের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। তাদের অভিযোগ, সিপিএমের লোকজনই খুন করেছে সাজাহানকে। মৃতের দাদা তব্বির গাজির বক্তব্য, “বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ভাই। আর ফেরেনি।” নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে তব্বির জানান, পঞ্চায়েত ভোটে দলের হয়ে প্রচারে নেমেছিলেন সাজাহান। বিরোধী দলের কেউ ভাইকে খুন করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তব্বির। অভিযোগ অস্বীকার করে সিপিএম নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশে লোক পাচারের কাজে যুক্ত। সীমান্ত এলাকার দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মামলা শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে।
|
মদ খাওয়া নিয়ে বচসায় খুন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মদ খাওয়া নিয়ে বচসার জেরে আদিবাসী এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগে অনন্ত সর্দার নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আর এক অভিযুক্ত শম্ভু সর্দারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার মিনাখাঁ থানার চাপালি পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতার নাম বিমলা সর্দার (৪১)। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃতকে শুক্রবার বসিরহাটে এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে মদ খাওয়া নিয়ে দু’দলের মারামারি বাধে। অভিযোগ, মদ খাওয়ার জন্য বিমলা পাড়ার মধ্যে গালিগালাজ করছিল। এর প্রতিবাদ করে অনন্ত ও শম্ভু। তা নিয়ে বচসা থেকে মারামারি শুরু হয়ে যায়। বিমলার পরিবারের অভিযোগ, অতিরিক্ত মদ খাওয়ার জন্য বিমলা অসুস্থ হয়ে পড়ে। তার উপর তাকে মারধর করায় সে মারা যায়। বিমলার মৃত্যুর পর গ্রামবাসীরা অনন্তকে ধরে রাখলেও তার সঙ্গী শম্ভু পালিয়ে যায়।
|
বধূ খুন, গ্রেফতার ভাসুর ও দেওর
নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট |
বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের পশ্চিম হেতনাবাদ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শাবিনা বিবি (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে ঢোলাহাটের কাঁসারিচক গ্রামের সাবিনা বিবির সঙ্গে বিয়ে হয় পেশায় দিনমজুর সাদ্দাম শেখের। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই বধূর বাবা সবেদ আলি ঘরামি জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর থেকেই পণের টাকার দাবিতে ওই বধূর উপরে অত্যাচার শুরু হয়। সেই কারণেই তাঁর মেয়ে খুন হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভাসুর একবাল শেখ এবং দেওর আনোয়ার শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জন পলাতক। খুনের মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুর্ঘটনায় গেট ভেঙে ট্রেন বন্ধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কাঁকিনাড়া স্টেশনের কাছে লরির ধাক্কায় রেলগেট ভেঙে যাওয়ায় শুক্রবার রাতে শিয়ালদহ-নৈহাটি শাখায় দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। মাঝপথে দাঁড়িয়ে যায় বেশ কিছু ট্রেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানান, গেট ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। দ্রুত ভ্যান পাঠিয়ে মেরামতির পরে যত তাড়াতাড়ি সম্ভব ফের ট্রেন চালানোর ব্যবস্থা হয়েছে। সম্প্রতি টিটাগড়ে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে একটি লরি ঢুকে পড়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এ দিন কলকাতায় ছিলেন। তাঁর দফতর সূত্রে জানানো হয়, পরপর দুর্ঘটনা ও যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় মন্ত্রী উদ্বিগ্ন।
|
ট্রেনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল লুঠ করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লোকালে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত পৌনে ন’টা নাগাদ শিয়ালদহগামী লক্ষ্মীকান্তপুর লোকাল জয়নগর স্টেশন ছাড়তেই কয়েক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে যাত্রীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুঠ করে বহড়ু স্টেশনে নেমে যায়। এ ব্যাপারে বারুইপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।
|
ভিন রাজ্যে মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে কেরলে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম উত্তম শেখ (৩৫)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নামখানার চন্দ্রনগর গ্রামে। মাসকয়েক আগে কাজের সন্ধানে তিনি কেরলে যান। এ দিন গাড়ি দুর্ঘটনায় সেখানেই তাঁর মৃত্যু হয়। বিকেলে তাঁর বাড়িতে ফোনে খবরটি দেয় সেখানকার অন্যান্য শ্রমিকেরা। নামখানার বিডিও তাপস মণ্ডল বলেন, “ওই শ্রমিকের দেহ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
|
নয়া উন্নয়ন পর্ষদ |
গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ তৈরি করল রাজ্য সরকার। মহাকরণ সূত্রের খবর, এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পর্ষদের চেয়ারম্যান হয়েছেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। উন্নয়নের কাজে পরিকল্পনা করার জন্য ১৪ জনের একটি কমিটিও গড়া হয়েছে। |
|