|
|
|
|
রায় ফাঁস করিনি, দাবি কবীরের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) বাতিলের রায় ফাঁস করেননি বলে জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর।
মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) বাতিল করে দিয়েছিল কবীরের নেতৃত্বাধীন বেঞ্চ। সেই রায় প্রকাশিত হওয়ার কিছু ক্ষণ আগে এক আইনজীবী একটি ওয়েবসাইটে এক নিবন্ধ লেখেন। তাতে ওই রায় কী হতে পারে তা নিয়ে মন্তব্য ছিল। এমনকী, বেঞ্চের সদস্য বিচারপতি এ আর দাভে বাকি দু’জন সদস্যের সঙ্গে যে ভিন্নমত হবেন তারও আভাস পাওয়া গিয়েছিল। নিবন্ধের সঙ্গে ঘটনা মিলে যাওয়ায় রায় ফাঁস হওয়ার সম্ভাবনা নিয়ে নানা শিবিরে আলোচনা শুরু হয়।
কবীরের বক্তব্য, “বিচারপতি দাভে যে ভিন্নমত হবেন তা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতে পারিনি।
ওই ঘটনা কাকতালীয় না রায় সত্যিই ফাঁস হয়েছিল তা আমার জানা নেই। তবে আমি কোনও ভাবেই রায় ফাঁস করিনি।” প্রধান বিচারপতি হিসেবে কবীরের কার্যকালের নানা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিবৃতি দিয়ে তাঁর সপক্ষে ব্যাখ্যাও দিতে হয়েছে কবীরকে। সংবাদমাধ্যমের একাংশের দাবি, সম্প্রতি একটি মামলায় তাঁর দেওয়া নির্দেশের সমালোচনা করেছে বর্তমান প্রধান বিচারপতি পি সদাশিবম ও বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। কবীর জানিয়েছেন, ওই খবরটি যদি ঠিক হয়, তবে বলতে হয় তাঁকে অন্যায় ভাবে দোষারোপ করা হচ্ছে।
তবে তিনি বিচারপতি সদাশিবম ও বিচারপতি গগৈয়ের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, এই ধরনের মন্তব্য করেননি। তাঁদের লিখিত বক্তব্য পেলে তিনি প্রয়োজনে পদক্ষেপ করবেন।
|
পুরনো খবর: বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার আলতামাস কবীরের |
|
|
|
|
|