টুকরো খবর
শিক্ষকদের মিড ডে মিল বয়কট চলছেই বিহারে
মিড ডে মিলের কাজ শিক্ষকদের নয়, এই দাবিতে কাল থেকে চলা প্রাথমিক শিক্ষকদের একাংশ তাঁদের বয়কট চালিয়ে যাচ্ছেন। আধিকারিকদের আবেদনে সাড়া না মেলার পরে আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতিবাদী শিক্ষকদের মিড ডে মিলের কাজে বয়কট তুলে নেওয়ার আহ্বান জানালেন। এ দিন বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রী জানান, “ব্যক্তিগত ভাবে শিক্ষকদের এই কাজে যুক্ত হওয়ার ব্যাপারে আমার আপত্তি আছে। কিন্তু এটি কেন্দ্রীয় প্রকল্প।” তিনি বলেন, “কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কাজ করার কথা। এই প্রকল্পের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে।” রান্নার কাজটি সহজ নয় এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। রান্নার কাজ সহজ নয়। বাচ্চাদের সুষম খাদ্য দেওয়ার কথা। এর জন্য সকলকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। এই প্রকল্পে আরও অর্থ এবং লোকের প্রয়োজন।” শিক্ষা দফতরের প্রধান সচিব অমরজিৎ সিন্হা বলেন, “এটা শুধু বিহারের সমস্যা নয়। রাতারাতি যদি শিক্ষকরা মিড ডে মিলের কাজ বয়কটের সিদ্ধান্ত নেন, তাতে বাচ্চাদের সমস্যা হবে। এটা শিক্ষকরা ভেবে দেখবেন।”

ধর্ষণে অভিযুক্ত কনস্টেবল
পুলিশকর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কামরূপের গাসবাড়ি এলাকা। ঘটনার সূত্রপাত আজ সকালে। পুলিশ জানায়, গাসবাড়ি এলাকার বাসিন্দারা স্থানীয় পুলিশ চৌকিতে চড়াও হয়ে কমল নাথ নামে এক কনস্টেবলকে মারতে থাকেন। তাঁদের অভিযোগ, এলাকায় একটি দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে কমল নাথ। পুলিশ অভিযোগ নথিভুক্ত করে কমলবাবুকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলেও জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের গাড়িতে পাথর মারা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠি চালায়, রাবার বুলেট ছোড়ে। অভিযুক্তকে গ্রেফতার করে সাসপেন্ড করা হয়েছে।

ইম্ফলে হত লোহার কারবারি
ভিন রাজ্যের এক পুরনো লোহার কারবারিকে মণিপুরি জঙ্গিরা গুলি করে হত্যা করল। ঘটনাটি ঘটেছে পশ্চিম ইম্ফলের মায়াং লাংজিং এলাকায়। পুলিশ জানায়, স্কুটারে চেপে এসে এক যুবক শাহজাহান ওরফে মহম্মদ কালাম নামে ওই ব্যক্তির মাথায় গুলি করে পালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় নিয়ে ধন্দে পড়েছে পুলিশ। পরিচয়পত্রে তার ঠিকানা হিসেবে উত্তর প্রদেশের মুর্শেদাবাদ জেলার পাদা এলাকা লেখা থাকলেও স্থানীয়রা জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচয় দিত। পরিচয়পত্র ও পুলিশের কাছে তার নামও ভিন্ন।

দুর্নীতি, ধৃত দুই বিডিও-সহ পাঁচ
ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির দায়ে দুই বিডিও-সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাক্সা জেলার টিহু-বরমা ব্লকে। পুলিশ জানায়, ২০১০-২০১১ সালে মুরকুচিয়াপাড়ায় ইন্দিরা আবাস যোজনায় ঘর তৈরি নিয়ে বহু বেনিয়মের ঘটনা সামনে আসে। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, পরপর দুই বিডিও কামোলি শর্মা ও অধীর বর্মনের জ্ঞাতসারেই এই বেনিয়ম হয়। বেনিয়মে সাহায্য করেন তিন জুনিয়র ইঞ্জিনিয়র—হেমন্ত শর্মা, অমৃত বর্মণ ও ধনীরাম পাতর। পুলিশ আজ পাঁচজনকেই গ্রেফতার করে আদালতে তোলে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯, ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত ধৃতদের জেল হাজতে পাঠিয়েছে।

মায়ানমারকে ৭ সেতু উপহার
ভারতীয় সেনাবাহিনী মায়ানমার সেনাবাহিনীকে সাতটি ‘সেতু’ উপহার দিল। মণিপুরের লেইমাখং সেনা সদরে, স্পিয়ার্স কোরের জিওসি, লেফটেন্যান্ট জেনারেল এ কে সাহনি সাতটি বেইলি ব্রিজের প্রতীক মায়ানমার সেনার উত্তর-পূর্ব কম্যান্ডের কম্যান্ডার, মেজর জেনারেল স্যু লুইনের হাতে তুলে দেন। সাহনি জানান, প্রধানমন্ত্রীর সীমান্ত-সম্পর্ক উন্নয়ন উদ্যোগের অধীনেই সাতটি বেইলি সেতু মায়ানমারকে দেওয়া হচ্ছে। সেতুগুলি বাসিন্দাদের কাজে লাগবে, পাশাপাশি সীমান্তে নজরদারিতেও সাহায্য করবে সেনাবাহিনীকে।

ছ’বছরের শিশুকে ধর্ষণ
যুবকের হাতে ধর্ষিত হল ছ’বছরের একটি মেয়ে। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের দাপোরিজু এলাকায়। পুলিশ জানায়, লিরুক গ্রামের বাসিন্দা পাপ্পু কোদাল (২৩) পড়শি শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে গ্রামবাসীরা তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। আপাতত সে হাসপাতালে ভর্তি। অত্যন্ত রক্তপাতের ফলে অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্ত পাপ্পুকে গ্রেফতার করেছে। স্থানীয় সংগঠনগুলি দোষী যুবকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্ত কংগ্রেসের
অগস্টের গোড়াতেই হায়দরাবাদে জনসভা করতে যাবেন নরেন্দ্র মোদী। তার আগে পৃথক তেলেঙ্গানা গঠনের প্রশ্নে স্থির সিদ্ধান্ত নেওয়া নিয়ে শুক্রবার হাইকম্যান্ডের উপর চাপ বাড়ালেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতারা। কেননা রাজ্য কংগ্রেস নেতৃত্বের আশঙ্কা, হায়দরাবাদে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করে তেলেঙ্গানা সমস্যাকে আরও জটিল করে তুলতে পারেন মোদী। কংগ্রেস হাইকম্যান্ড এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত নেতা দিগ্বিজয় সিংহ। তবে তেলেঙ্গানার প্রবল বিরোধী বাকি অন্ধ্রের কংগ্রেস নেতারা। তাই সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে।

পুরনো খবর:

কাশির সিরাপ উদ্ধার
কলকাতা-আগরতলা আলু বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ট্রাকের চালক, খালাসি মহম্মদ সুলেমান এবং মহম্মদ শাহলমকে ধরা হয়েছে।

বাবা-মায়ের মৃত্যু এড্সে, কবরখানায় ঠাঁই সন্তানের
বাবা মারা গিয়েছিলেন আগেই। দু’মাস হল মারা গিয়েছেন মা-ও। দু’জনেরই মৃত্যুর কারণ একএড্সের মারণ থাবা। এ বার ছেলেমেয়েদের থেকে গোটা গ্রামে এড্স ছড়িয়ে পড়বে এই ভয়ে তাঁদের পাঁচ ছেলেমেয়েকেই গ্রাম থেকে তাড়িয়ে ছেড়েছেন বাসিন্দারা। উত্তরপ্রদেশের লামুহা গ্রামের ঘটনা। খেয়ে-পরে বেঁচে থাকার আর কোনও রাস্তা না পেয়ে শেষে তল্পিতল্পা নিয়ে কবরখানায় গিয়ে উঠেছে পাঁচ ভাইবোন। আঠারোর গণ্ডি পেরোয়নি কেউই। সব চেয়ে বড় জন সতেরো আর ছোটর বয়স সবে সাত। বাবা-মায়ের কবরখানাই গত তিন মাস ধরে তাদের আস্তানা। সম্বল বলতে শুধু দু’টো ভাঙাচোরা খাটিয়া আর একটা প্লাস্টিকের ছাউনি। কোনও গ্রামবাসী দয়া করে খেতে দিলে খাবার জোটে। পাঁচ ভাইবোনের এক জন মহম্মদ ইরফান বলে, “তাদের বাবার নাম বাহাজুদ্দিন। গুজরাতে ট্রাক চালাতেন তিনি। এড্সে বাবা মারা যাওয়ার পরে এক কাকা গ্রামে রটিয়ে দিলেন আমাদের সবারই নাকি এই রোগ।” তার পর থেকেই আর গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাদের। এদের কথা পৌঁছেছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কানে। তাদের সরকারি অতিথিশালায় রাখায় নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাতে এক লাখ টাকা জমা দেওয়ার কথাও জানিয়েছেন অখিলেশ। এড্স ছোঁয়াচে নয়, এত প্রচারের পরেও মানুষের মন থেকে যে কুসংস্কার যায়নি, এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল।

গোষ্ঠী সংঘর্ষে হত নাগা জঙ্গি
গোষ্ঠী সংঘর্ষে এক নাগা জঙ্গির মৃত্যু হয়েছে। গত কাল কিফিরেতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, এনএসসিএন (আইএম) ও এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর মধ্যে কিফিরিতে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। গত কাল সকালেই মিমি রেঞ্জ এলাকায় দুই তরফে গুলির লড়াই হয়। পরে খাপলাংদের নাগা আর্মি নামে পরিচিত জঙ্গিবাহিনীর ল্যান্স কর্পোরাল চুম্পিজ সাংতামকে আইএম জঙ্গিরা তুলে নিয়ে গিয়ে গুলি করে মারে। খাপলাং বাহিনী ঘটনার প্রতিবাদ করে প্রতিশোধের হুমকি দিয়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কা রয়েইছে।

এখনই গ্রেফতার নয়
ইশরাত জহান ভুয়ো সংঘর্ষ মামলায় আইপিএস অফিসার পি পি পাণ্ড্যকে এখনই গ্রেফতার করতে পারবে না সিবিআই। তাঁকে সোমবার আমদাবাদের দায়রা আদালতের সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাণ্ড্যও জামিনের আবেদন করতে পারবেন। ২০০৪ সালের ১৫ জুন গুজরাত পুলিশের গুলিতে নিহত হন ইশরাত ও তাঁর তিন সঙ্গী। সেই সংঘর্ষ ভুয়ো বলে রায় দিয়েছে আমদাবাদের আদালত।

পুরনো খবর:

গুলিবিদ্ধ সরপঞ্চ
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হলেন এক সরপঞ্চ। শুক্রবার জম্মু এ কাশ্মীরের সোপোরের ঘটনা। জখম সরপঞ্চের নাম খাজির মহম্মদ পেয়ারি। একটি মসজিদ থেকে বেরিয়ে আসার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। দু’টি গুলি লাগে তাঁর শরীরে। গুরুতর জখম অবস্থায় শ্রীনগরের একটি হাসপাতালে পেয়ারি চিকিৎসাধীন।

রথে নয় বিদেশিরা
রথযাত্রার সময়ে আর বিদেশিদের রথে উঠতে দেবেন না পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতরা। শুক্রবার জানান প্রধান পুরোহিত। সম্প্রতি রথে উঠে পুরোহিতদের কাছে মার খাওয়ার অভিযোগ তোলেন ইতালীয় বংশোদ্ভূত ওড়িশি নৃত্যশিল্পী ইলিনা সিটারিস্টি। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.