জেট এয়ারওয়েজের পরিচালন পর্ষদে নিজেদের সদস্য সংখ্যা কমাতে রাজি হল এতিহাদ। এর আগে জেটে লগ্নির শর্ত হিসেবে ১০ জনের পর্ষদে চার জন সদস্য মনোনীত করার কথা বলেছিল তারা। কিন্তু বিতর্ক দেখা দেয় তা নিয়ে। আপত্তি ওঠে যে, ২৪% অংশীদারি কিনেও আসলে জেটের নিয়ন্ত্রণ অনেকখানিই হাতে নিচ্ছে আবু ধাবির সংস্থাটি। ফলে সংশয় দেখা দেয় বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের সায় পাওয়া নিয়েও। অনেকের মতে, সেই কারণেই সংশোধিত প্রস্তাবে সেই সংখ্যা কমিয়ে দু’জন করতে রাজি হয়েছে এতিহাদ। ফলে যৌথ উদ্যোগে নিয়ন্ত্রণের রাশ থাকবে জেট এয়ারের হাতেই। সংশোধিত প্রস্তাবটি অর্থমন্ত্রকের কাছে জমা দিয়েছে সংস্থা। ফলে যৌথ উদ্যোগের অনুমোদন পাওয়া আর সমস্যা হবে না, এই আশায় শুক্রবার জেটের শেয়ার দর বাড়ে ১৭%।
পুরনো খবর: জেট-এতিহাদ চুক্তি ঘিরে রাজনৈতিক চাপানউতোর
|
সিগারেট ছাড়াও এখন ভোগ্যপণ্য ব্যবসায় দেশে এক নম্বর হওয়ার দিকে দৌড়চ্ছে আইটিসি। কিন্তু তাদের অভিযোগ, এই দৌড়ে বড় বাধা জমি ও অন্যান্য ছাড়পত্র। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় আইটিসি-র চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বরের দাবি, এই অর্থবর্ষেই তাঁদের ভোগ্যপণ্য ব্যবসা না লাভ-না ক্ষতির জায়গায় পৌঁছবে। আগামী বছর থেকে হবে মুনাফাও। তবে ব্যবসা সম্প্রসারণের পথে জমি এবং ছাড়পত্রের বাধাই বড় বলে জানান তিনি।
|
প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হওয়ার পথ প্রশস্ত করায় এ বার কেন্দ্রকে আক্রমণ করল সংসদীয় আর্থিক বিষয়ক স্থায়ী কমিটি। তাদের অভিযোগ, এর ফল কী হতে পারে, তা খতিয়ে না-দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়নি আগাম সমীক্ষাও। গ্যাসের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পক্ষেও সওয়াল করল বিজেপি নেতা যশবন্ত সিন্হার নেতৃত্বাধীন ওই কমিটি। |