বেশ কয়েক বছর ধরেই শাহরুখ খানের নতুন ছবি মানেই ছিল দীপাবলি। এ বার সেটা এগিয়ে এসেছে ঈদে। ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পাচ্ছে আগামী ৯ অগস্ট। তার আগে আজ, শনিবার শহরে সেই ছবির প্রচারে আসছেন কিং খান।
কলকাতার শাহরুখ-ভক্তেরা ঘড়ি ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছেন। পারলে এখনই সময়ের কাঁটা ঘুরিয়ে শনিবার সন্ধে ছ’টা বাজিয়ে দেন! সিটি সেন্টার টু-তে ওই সময়েই তো মঞ্চে প্রবেশ করবেন বাদশাহ! ‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়ে কৌতূহলটা এমনিতেও একটু বেশি, কারণ এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন রোহিত শেট্টির মতো পরিচালক, দীপিকা পাড়ুকোনের মতো নায়িকা আর ইউটিভি-র মতো প্রযোজক সংস্থা। চার-চারটি ব্র্যান্ডের মহাসঙ্গম!
গত কয়েক বছরে ‘মাই নেম ইজ খান’ বাদে শাহরুখের বড় বড় ছবিগুলোর প্রায় সব ক’টাই দীপাবলিতে মুক্তি পেয়েছে। ঈদের পরবে মানুষ ভিড় জমিয়েছেন সলমনের ওয়ান্টেড, দাবাং, বডিগার্ড বা এক থা টাইগার দেখতে। তবে চেন্নাইয়ের জন্য শাহরুখ কিন্তু প্রথম থেকেই ঈদের সময়টাই চেয়ে আসছিলেন। |
মুক্তি-প্রতীক্ষিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পোস্টারে শাহরুখ ও দীপিকা। |
কেন? তার একটা বড় কারণ অবশ্যই, বক্সঅফিস বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যের অঙ্ক। ছবির তালিকায় চোখ বোলালেই বোঝা যাবে, ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো গত কয়েক বছরে রেকর্ড ব্যবসা করেছে। তার সব ক’টাই যাকে বলে আপাদমস্তক মশালা ছবি। ইন্ডাস্ট্রির অনেকে মনে করিয়ে দিচ্ছেন, শাহরুখ এই প্রথম বার পরিচালক রোহিত শেট্টির সঙ্গে কাজ করছেন। রোহিত নিজে মশালা ছবির রাজা! রোহিত মানেই ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ‘বোল বচ্চন’ বা ‘সিংহম’-এর মতো ধামাকাদার ছবি। কর্ণ জোহর, আদিত্য চোপড়া বা ফারহান আখতারের ছবির চেয়ে তার মেজাজ কিছুটা আলাদা। ‘সিংহম’-এর পর রোহিতকে কেউ কেউ ‘কিং অফ অ্যাকশন’ বলেও ডাকছেন। ফলে ‘কিং অফ রোম্যান্সে’র সঙ্গে ‘কিং অফ অ্যাকশনে’র জুটি ঈদে সোনা ফলাবেন, এমনটাই আশা করছেন ভক্তরা।
আশা করার যথেষ্ট কারণও রয়েছে। বক্স অফিসে ব্যবসার অঙ্কে শাহরুখকে কিছু দিন যাবৎ একটু পিছনে ফেলেছেন সলমন-অক্ষয়-আমিররা। তার পাশাপাশি রণবীর কপূর একের পর এক হিট উপহার দিয়ে চলেছেন। অনেকেই বলছেন, রণবীরই আগামী দিনের সুপারস্টার। সেখানে শাহরুখের ‘ডন টু’, ‘রা ওয়ান’, ‘জব তক...’ একশো কোটির ক্লাবে ঢুকেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার মতো একটা অতিকায় হিট এই মুহূর্তে শাহরুখের খুবই প্রয়োজন। ট্রেড পণ্ডিতদের অনেকে মনে করছেন, ‘চেন্নাই এক্সপ্রেস’ই হতে পারে সেই জাদুকাঠি! দীপিকা-শাহরুখের জুটি এর আগে ‘ওম শান্তি ওম’-এর মতো হিট দিয়েছে। আর এই মুহূর্তে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ব্লকবাস্টার হওয়ার পরে দীপিকার কেরিয়ারে এখন খুবই ভাল সময়। শাহরুখের সঙ্গে তাঁর পুরনো রসায়ন ভালই জমবে বলে মনে করা হচ্ছে।
তা ছাড়া, এই ঈদে শাহরুখের সামনে তেমন বড় কোনও প্রতিযোগীও নেই। কিছু দিন আগে অবধিও যথেষ্ট সম্ভাবনা ছিল যে, সলমনের পরের ছবি ‘মেন্টাল’ও হয়তো মুক্তি পেতে পারে ঈদেই! কিন্তু ‘মেন্টাল’-এর কাজ এখনও শেষ হয়নি। সঞ্জয় লীলা বনশালী এর আগে শাহরুখের ‘ওম শান্তি ওম’-এর সঙ্গে গায়ে গায়ে রিলিজ করিয়েছিলেন ‘সাওয়ারিয়া’। তা মুখ থুবড়ে পড়েছিল। ফলে সঞ্জয়ও তাঁর নতুন ছবি ‘রামলীলা’ ঈদে মুক্তি পাওয়ানোর জন্য জেদ করেননি। অক্ষয় কুমারের ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই টু’-কে খুব শক্ত প্রতিযোগী বলে ধরছেন না ট্রেড পণ্ডিতরা।
এমনিতেও ‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়ে শাহরুখ এবং রোহিত, দু’জনকেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ওঁরা বারবারই বলছেন, অ্যাকশন, রোম্যান্স আর কমেডির জবরদস্ত ককটেল হতে চলেছে এই ছবি। সবক’টা গান ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়। সেটা ‘কাশ্মীর তু ম্যায় কন্যাকুমারী’ হোক বা ‘ওয়ান টু থ্রি ফোর’-এর মতো আইটেম নম্বর! বা ‘তিতলি’-র মতো রোম্যান্টিক মেলোডি। শনিবার মঞ্চে গানগুলোর সঙ্গে নেচে উঠতেই পারেন শাহরুখ!
আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতার কাউন্টডাউন শুরু! |