বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে অনলাইন ভর্তির শেষ দিনে ঘেরাও হলেন ডেপুটি আইসি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। বিক্ষোভকারীদের দাবি, প্রচুর আসন খালি থাকলেও ছাত্র ভর্তি না করে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ডেপুটি আইসি বিষয়টি রেজিষ্ট্রারকে ফোনে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়। বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, অর্ধেকের উপর আসন ফাঁকা পড়ে থাকলেও ভর্তি কারনো হচ্ছে না। কিন্তু তুলনায় কম নম্বর পেয়েও অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা বলেন, “ভর্তির প্রক্রিয়া মোটেই বন্ধ হয়নি। যতক্ষন আসন ফাঁকা রয়েছে ততক্ষণ ভর্তি চলবে। দরকার হলে পুজোর ছুটি কমিয়ে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া চালানো হবে।”
|
গণনাকেন্দ্রের ভেতরে ও বাইরে দলীয় প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাল বর্ধমান জেলা কংগ্রেস (গ্রামীণ)। শুক্রবার জেলা কংগ্রেস (গ্রামীণ) সভাপতি আজিজুল হক মণ্ডল এই আবেদন করেন। তিনি বলেন, “বর্ধমান ১ ও ২, মেমারি ১ ও ২, রায়না, খণ্ডঘোষ, মঙ্গলকোট কেতুগ্রাম ১ ও ২ ব্লক-সহ জেলার বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী ও তাঁদের এজেন্টদের আক্রমনের হুমকি দেওয়া হচ্ছে।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই মঙ্গলকোট, রায়না-সহ বেশ কিছু ব্লকের নির্দল প্রার্থীরা গণনাকেন্দ্রে নিরাপত্তা চেয়ে মহকুমাশাসকের কাছে আবেদন করেছিলেন। |