তামাকে বাড়তি কর বসাতে বিল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আর্থিক সাহায্য দিতে তামাকজাত দ্রব্যের উপর ১০% বাড়তি কর বসিয়ে যুক্তমূল্য কর (ভ্যাট) ৩৫% করেছিল রাজ্য অর্থ দফতর। কিন্তু রাজ্যের বর্তমান আইনে ৩০ শতাংশের বেশি যুক্তমূল্য কর নেওয়া যায় না। তাই ২৭ জুলাই বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল আনছে রাজ্য সরকার। তাতে ৩০ শতাংশের বদলে ৩৫% যুক্তমূল্য কর নেওয়ার প্রস্তাব রাখছে রাজ্য সরকার। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছরের ২৫ মার্চ থেকে ৩৫ শতাংশ কর নেওয়া শুরু হয়। নতুন আইন সেই দিন থেকেই কার্যকর করার কথা বিলে বলা হয়েছে।
পুরনো খবর: রাজনীতির দায়েই ফের ক্ষতিপূরণ
|
আগেই ‘ক্লোজ’ করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে গিয়ে বিশৃঙ্খল আচরণের জন্য কলকাতা পুলিশের ১২ জন কর্মীকে এ বার সাসপেন্ড করা হল। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম বৃহস্পতিবার বলেন, “বিশৃঙ্খল আচরণের জন্য ওই ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে।” পুলিশি সূত্রের খবর, চতুর্থ দফার ভোটের পরে চাকদহ থেকে ওই পুলিশকর্মীদের রায়গঞ্জে যাওয়ার কথা ছিল। শেষ বাস ছেড়ে যাওয়ার পরে দেখা যায়, ১২ জন পুলিশকর্মী তাতে ওঠেননি। পরে তাঁদের চাকদহ থানার সামনে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। ওই থানার কয়েক জন পুলিশকর্মীর সঙ্গে তাঁদের বচসাও হয়। জেলা পুলিশের খবর, তাঁরা রায়গঞ্জে যেতে রাজি হননি। পরে ফোন করা হয় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে। ওই ১২ জনকে নিয়ে যাওয়ার জন্য কলকাতা থেকে গাড়ি পাঠাতে বলেন জেলা পুলিশের কর্তারা। কিন্তু অত রাতে গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরে জেলা পুলিশের পক্ষ থেকে ওই ১২ জন পুলিশকর্মীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় মদ্যপ প্রমাণিত হওয়ায় তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজারের কর্তারা জানান।
পুরনো খবর: ভোটে বিক্ষোভ দেখিয়ে শাস্তির মুখে ১২ পুলিশ |