বধূ খুন, অভিযুক্ত স্বামী-সহ তিন জন
নিজস্ব সংবাদদাতা • উস্তি |
সাংসারিক অশান্তির জেরে এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির তিন জনের বিরুদ্ধে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সানোয়ারা বিবি (২৬) নামে ওই মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান। বছর আটেক আগে মগরাহাটের বেলালিয়া গ্রামের সানোয়ারার বিয়ে হয় দিনমজুর জাহাঙ্গির লস্করের সঙ্গে। বৃহস্পতিবার সকালে পুলিশে দায়ের করা অভিযোগে সানোয়ারার বাবা রহমত শেখ জানান, বিয়ের পর থেকেই সাংসারিক কারণে তাঁর মেয়ের উপরে অত্যাচার চালানো হচ্ছিল শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির লোকজনই তাকে খুন করেছে।
|
বনগাঁর খেদাইতলা পাড়ায় স্ত্রীকে গুলি করে মেরে এক যুবক আত্মঘাতী হয়েছে। পুলিশ জানায়, ওই দম্পতির নাম রূপাই (২৪) ও চন্দন বাইন (৩০)। ঘটনাস্থলে গুলি-সহ একটি সেভেন এমএম পিস্তল পেয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বছর আটেক আগে রূপাইয়ের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের বাসিন্দা চন্দনের। বনগাঁয় এক আত্মীয়ের বাড়িতে থাকত চন্দন। মাঝেমধ্যে চলে যেত বাংলাদেশে। সেখানেও সে একটি বিয়ে করে বলে অভিযোগ। কিছু দিন আগে চন্দন বছর সাতেকের ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে যায়। সম্প্রতি ফিরে আসে। তার পরেই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল চরমে ওঠে। পুলিশের খবর, বৃহস্পতিবার রূপাইকে গুলি করে চন্দন। পরে গুলি করে নিজের মাথায়।
|
দক্ষিণ ২৪ পরগনায় ভোটের আগের দিন বোমা বাঁধতে গিয়ে তিন যুবক আহত হয়েছিল। তাদের মধ্যে অমিত নস্কর (২২) নামে এক যুবক বুধবার রাতে নার্সিংহোমে মারা গিয়েছে। পুলিশ জানায়, ওই জেলার বারুইপুর থানার কেশবপুরে বোমা বাঁধতে গিয়ে অমিত ছাড়াও এলাকার তিন জন জখম হয়।
|
পানিহাটিতে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগে তাঁর ভাশুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রঞ্জন বিশ্বাস। তিনি পেশায় অটোচালক। |