|
|
|
|
ঘাটালেও আসছেন রাষ্ট্রপতি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সফরের দিন ঘাটাল শহরেও আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই প্রথম কোনও রাষ্ট্রপতি পা রাখবেন ঘাটালে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসটা একটু বেশি। যদিও প্রণববাবুর সঙ্গে ঘাটালের সম্পর্কসূত্র আরও অনেক পুরনো। প্রণববাবুর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় স্থানীয় বীরসিংহ গ্রামের বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সত্তরের দশকে। সেই সময় প্রণববাবু মাঝেমধ্যেই আসতেন ঘাটালের ওই গ্রামে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতর থেকে প্রণববাবুর আসার খবর পৌঁছনোর পরেই হইচই পড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, ওই দিন সকাল ১১টায় ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে যাবেন প্রণববাবু। থাকবেন ঘণ্টাখানেক। পরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেবেন। |
|
বিদ্যাসাগর হাইস্কুলে আসছেন রাষ্ট্রপতি।—ফাইল চিত্র। |
হঠাৎ বিদ্যাসাগর হাইস্কুল কেন?
জানা গিয়েছে, এই স্কুলের উন্নয়নের জন্য যোজনা কমিশন খাতে টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রণববাবুর দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন প্রধান শিক্ষক দুলাল কর। একাধিক বার দেখা করার পর তাঁর আর্জিতে সাড়া দিয়ে এক কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন প্রণববাবু। সেই টাকায় স্কুলে দু’টো তিন তলার ভবন তৈরি-সহ বেশ কিছু সংস্কার কাজ হয়েছে। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পর স্কুলে আসার জন্য বহু বার আমন্ত্রণ জানানো হয়েছে। এতদিনে সেই আমন্ত্রণে সাড়া মেলায় খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক প্রণব সামন্ত বলেন, “বিষয়টি মহকুমাশাসকের কাছ থেকে জানতে পারি। খুব ভাল লাগছে। গর্বও হচ্ছে স্কুলের জন্য।” |
|
|
|
|
|