প্রশ্ন: ইস্টবেঙ্গলের আবাসিক শিবির তো প্রায় শেষের পথে! কবে আসছেন? সবাই তো আপনার অপেক্ষায়।
চিডি: ভিসা সমস্যা বুধবার মিটে গেছে। মনে হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। আবাসিক শিবির কবে শেষ হচ্ছে?
প্র: শোনা যাচ্ছে ৩১ জুলাই। আপনি, ওপারা, মোগা এখনও আসেননি বলে নতুন কোচ ফালোপা রেগে আছেন।
চিডি: আমাদের এখানে ভিসা সমস্যা হচ্ছে খুব। অনেক দিন ধরে চেষ্টা করছি। আশা করব কোচ এই সমস্যার কথা বুঝবেন। আর আমি এখানে অনুশীলন করছি। ফিটনেস ট্রেনিং করছি। একটুও ফাঁকি দিচ্ছি না। আমাকে নিয়ে কোচের যাতে কোনও অভিযোগ না থাকে, সেই চেষ্টাই চালাচ্ছি।
প্র: ফালোপার সঙ্গে কথা হয়েছে?
চিডি: না, এখনও কোনও কথা হয়নি।
প্র: এ বার তো আপনার সঙ্গী মোগা। শোনা যাচ্ছে শুক্রবার তিনি আসছেন। দু’জনেই তো গোল গেটার। কতটা সুবিধা হবে ইস্টবেঙ্গলের? আই লিগ পাবেন?
চিডি: মোগা ভাল ফুটবলার। গত বার আমাদের প্রধান সমস্যা ছিল, গোলের সুযোগ তৈরি করেও বহু গোল মিস করেছি। মোগা এসে যাওয়ায় সেই সমস্যা থাকবে না। আই লিগ জিতব কী না সেটা সময় বলবে। তবে চ্যালেঞ্জ দিচ্ছি মোগা-চিডি জুটি লাল-হলুদ সমর্থকদের আশা পুরণ করবে। কথা দিচ্ছি প্রচুর গোল করব আমরা। |
প্রস্ততি ম্যাচে জয় ফালোপার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মরসুমের প্রথম ম্যাচেই সাত গোল দিয়ে শুরু করলেন ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা। প্রস্তুতি ম্যাচ হলেও, গোটা খেলায় কর্তৃত্ব দেখা গিয়েছে ডিকা-মেহতাবদেরই। কল্যাণীতে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে প্রথম ডিভিশনের কলকাতা কাস্টমসকে ৭-০ পর্যুদস্ত করল ফালোপার ছেলেরা। রাজু-সৌমিককে রক্ষণে, বলজিৎ ও সুয়োকা-কে আক্রমণে রেখে প্রথম দল সাজিয়েছিলেন ফালোপা। মাঝমাঠে ছিলেন মেহতাব-তুলুঙ্গা-সুবোধ-লালরিন্দিকা। বলজিতের হ্যাটট্রিক ও লালরিন্দিকার গোলে প্রথমার্ধেই ৪-০ এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে সৌমিক ছাড়া পুরো দল পাল্টান ফালোপা। কিন্তু তাতেও গোল খাওয়া আটকায়নি কাস্টমসের। দ্বিতীয়ার্ধে দীপঙ্কর, লেন ও কেভিন লোবোর গোলে ইস্টবেঙ্গল ম্যাচ শেষ করে ৭-০। ম্যাচের পর মেহতাব বলেন, “আমরা আস্তে আস্তে একে অন্যের সঙ্গে মানিয়ে নিচ্ছি।” |