পুরপ্রধান নির্বাচনের দিন স্থিরের আগে মেদিনীপুরে এসে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করলেন খড়্গপুরের ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরী এবং এক্সিকিউটিভ অফিসার (ইও) বাসুদেব পাল। বৃহস্পতিবার বিকেলে তাঁরা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষের দেখা করেন। পরে তুষারবাবু বলেন, “অগস্টের গোড়াতেই বোর্ড মিটিং ডাকা হবে। দিন এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই চূড়ান্ত হবে। অতিরিক্ত জেলাশাসক বলেছেন, দিন চূড়ান্ত হলে ওঁকে তা লিখিত ভাবে জানিয়ে দিতে। আমরা জানিয়ে দেবো।”
প্রসঙ্গত, আদালতের নির্দেশে এখন পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন উপপুরপ্রধান তুষার চৌধুরী। তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে গত বছর অনাস্থা এনেছিল কংগ্রেস। ভোটাভুটি হয়। আর সেই ভোটাভুটির ফল নিয়ে বিস্তর জলঘোলা হয়। পরবর্তীকালে রাজ্য সরকার একটি নির্দেশ জারি করে। রাজ্য সরকারের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল কংগ্রেস। গত ১৫ জুলাই হাইকোর্ট এক নির্দেশে জানায়, তিন সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং ডেকে খড়্গপুরে পুরপ্রধান নির্বাচন করতে হবে। বিষয়টি দেখভাল করবেন জেলাশাসক।
হাইকোর্টের এই নির্দেশের পর কংগ্রেস-শিবির দাবি করে, এ ক্ষেত্রে তাদের নৈতিক জয় হয়েছে। কারণ, হাইকোর্ট পুরপ্রধান নির্বাচন করার নির্দেশ দিয়েছে। এরপর থেকেই বোর্ড মিটিং ডাকার তৎপরতা শুরু হয়েছে পুরসভার অন্দরে। তবে, কবে ওই মিটিং হবে, তা এখনও ঠিক করতে পারেননি পুর-কর্তৃপক্ষ। এর মধ্যে গত সোমবার বোর্ড মিটিং ডাকার জন্য ভারপ্রাপ্ত পুরপ্রধানকে চিঠি দেন জেলাশাসক। পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত জেলাশাসকের মারফত এই চিঠি পৌঁছয়। ওই দিন পুরসভায় ছিলেন না ভারপ্রাপ্ত পুরপ্রধান। জেলাশাসকের পাঠানো চিঠির বিষয়টি তুষারবাবুকে জানান পুরসভার এক্সিকিউটিভ অফিসার (ইও)।
পুরপ্রধান নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা করতেই বাসুদেববাবুকে সঙ্গে নিয়ে এদিন মেদিনীপুরে আসেন ভারপ্রাপ্ত পুরপ্রধান। দেখা করেন অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে। পুরসভা সূত্রে খবর, অগস্ট মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে বোর্ড মিটিং ডাকা হবে। প্রাথমিক ভাবে পুর-কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই পুরপ্রধান নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। |