বন্দিজীবনেও সাফল্য এল মাধ্যমিক পরীক্ষায়
|
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
কেউ খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। কেউ বা ধর্ষণের অপরাধে জেল খাটছে। এ বারের মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের জন্য বৃহস্পতিবার এমনই ছয় কয়েদিকে বৃহস্পতিবার সংবর্ধনা দিল চুঁচুড়া ল’ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি। ৪৪ জন সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে চুঁচুড়া আদালত চত্বরের অনুষ্ঠান-মঞ্চে বসেই পুরস্কার নিল তারা।
আলিপুর জেলের তিন আসামী ভাদ্র মণ্ডল, আক্রাম আলি পুরকায়েত, বাপিচন্দ্র দে এবং দমদম সেন্ট্রাল জেলের তিন আসামী আবু তাহের মণ্ডল, পলাশ রায় ও কালু সিংহকে পুলিশি ঘেরাটোপে আনা হল অনুষ্ঠানে। কারও বয়স ২৫, কারও ৪০। সংবর্ধনা নিয়ে প্রত্যেকেই জানাল, অসামাজিক কাজে জড়িয়ে পড়ে কয়েদির জীবন কাটালেও করলেও তারা জেলে থেকেই আরও পড়াশোনা করতে চায়। জেল কর্তৃপক্ষ এবং সেখানকার শিক্ষকদের সহযোগিতার কথা জানাতেও ভোলেনি তারা। |
ধন্যি ছেলে। ছবি: তাপস ঘোষ। |
ল’ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সম্পাদক জহরলাল বন্দ্যোপাধ্যায় বলেন, “কারাগারে থেকেও যে ভাবে ওরা পড়াশোনা করেছে, তা সাধুবাদ যোগ্য। ওদের আর একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করলাম আমরা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রুদ্রেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেলার দুই তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত, তপন মজুমদার এবং স্থানীয় পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। |