সরকারি অফিসারকে হুমকির অভিযোগ আরামবাগে
|
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
পঞ্চায়েত ভোটে সেক্টর অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিতাই হাজারি নামে আরামবাগ মহকুমা কৃষি দফতরের ওই আধিকারিক বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন বিডিওর কাছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আরামবাগের বিডিও প্রণব সাঙ্গুই।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকার বাসিন্দা নিতাইবাবু পঞ্চায়েত ভোটে ৪ নম্বর সেক্টর অফিসের (শ্রীকৃষ্ণ রাইস মিল) দায়িত্বে ছিলেন। ওই সেক্টরের অধীনে ছিল চাঁদুর-সংলগ্ন তিরোল পঞ্চায়েতের উত্তেজনাপ্রবণ ৯টি বুথ। নিতাইবাবু জানান, ভোটের দিন, ১৫ জুলাই আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে বিভিন্ন বুথে যান। কোথাও কোথাও অবাঞ্ছিত জমায়েত হঠিয়ে দিতে পুলিশকে নির্দেশও দেন।
তাঁর দাবি, এতেই চটেছেন তৃণমূলের স্থানীয় কিছু নেতা। ভোটের দিন বিকেলের পর থেকেই তৃণমূল নেতা রেজাউল হক ওরফে মান্নান দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেন। ‘সিপিএমের দালাল’ বলে কটাক্ষ করা হয়। রাস্তাঘাটে পথ আটকে মারধরের হুমকিও দেওয়া হয়েছে। ভয় দেখানো হয় তাঁর স্ত্রীকেও। বুধবার বিকেলে তৃণমূলের লোকজন বাড়িতে এসে চাষবাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে গিয়েছে বলেও দাবি করেছেন নিতাইবাবু। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হন তিনি। রেজাউলের দাবি, “ভোটের দিন কোথাও কোনও গোলমাল না হওয়া সত্ত্বেও নিতাইবাবু গাড়ি নিয়ে চক্কর মেরে আমাদের ছেলেদের ভয় দেখিয়েছেন। ওঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে হুমকি দিইনি।” আরামবাগ শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহরায় অবশ্য জানিয়েছেন, রেজাউলকে সতর্ক করা হয়েছে দলের তরফে। এরপরেও কিছু ঘটলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। |