টুকরো খবর
কবিগুরুর স্মরণে অনুষ্ঠান
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মোৎসব উপলক্ষে উত্তরপাড়ার সঙ্গীত শিক্ষাকেন্দ্র গীতিমাল্যের উদ্যোগে সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজিত হয়। দু’দিনের ওই সঙ্গীতানুষ্ঠান হয় ভদ্রকালী গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানটি দু’টি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম দিন মূলত সংস্থার ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন। দ্বিতীয় দিনে অনেকেই ছিলেন আমন্ত্রিত শিল্পী। মোট ২১ জন শিল্পীর মধ্যে ছোটদের উপস্থাপনা ছিল উল্লেখযোগ্য। তাদের মধ্যে ঋতমা দত্ত, শ্রমণ বন্দ্যোপাধ্যায় এবং ইন্দিরা সিংহের উপস্থাপনা উল্লেখ্য। এ ছাড়া, মন্দিরা সিংহ, অর্পিতা চন্দ, শ্বেতা দাস, শ্রাবণী সেন, অঞ্জনা বসু, ময়ূরী গোস্বামী ও ছন্দা দাসের পরিবেশন উচ্চমানের। বড়দের মধ্যে সুগত চট্টোপাধ্যায়, দীপ মুখোপাধ্যায় ও রেবতীনাথ দত্তের উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করে। শাশ্বতী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

প্রতারক গ্রেফতার গোঘাটের গ্রামে
বিদ্যুৎ বণ্টন কোম্পানির লোক বলে নিজেদের দাবি করেছিলেন দুই যুবক। তাদের তাড়া করে একজনকে ধরে পুলিশে দিলেন গ্রামের মানুষ। অন্যজন পলাতক। বুধবার ঘটনাটি ঘটে গোঘাটের খানাটি গ্রামে। পুলিশ জানায় ধৃতের নাম সঞ্জয় কুণ্ডু। বাড়ি স্থানীয় বালিবেলা গ্রামে। অন্য অভিযুক্ত শান্তনু মঠের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় জানা যায়, দুই যুবক মোটর বাইকে এসে খানাটি গ্রামের প্রভাস বাগের বাড়িতে যায়। নিজেদের বিদ্যুৎ বণ্টন কোম্পানির লোক বলে দাবি করে বাড়ির মহিলাদের জানায়, মিটারে কারচুপি হচ্ছে ওই বাড়িতে। হাজার খানেক টাকা তাদের দিলে লক্ষাধিক টাকা জরিমানা থেকে নিস্তার পাওয়া যেতে পারে। প্রভাসবাবু বাড়ি ফিরলে বিপদ বুঝে শান্তনু মোটর বাইক নিয়ে চম্পট দেয়। সঞ্জয় ধরা পরে।

বক্তৃতা প্রতিযোগিতা
হুগলির মা অন্নদা আশ্রমের উদ্যোগে সম্প্রতি ধর্ম, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা অনুষ্ঠান হয়ে গেল। শ্রীরামপুর কলোনিতে আয়োজিত ওই উৎসবের প্রথম দিন ‘ধর্ম ও বিজ্ঞান’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা হয়। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া কে কে উচ্চ বিদ্যালয়, মাহেশ রামকৃষ্ণ মিশন, বিই কলেজ মডেল হাইস্কুল, অরবিন্দ বিদ্যালয়, আদিত্য বিড়লা বাণী ভারতী, কোন্নগর হিন্দু গার্লস-সহ বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগদান করে। পরের দিন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত লোককবি অসীম সরকার কবিগান শোনান। বাংলার ৫০ জন কীর্তন শিল্পীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে আশ্রমের ছেলেরা সঙ্গীত ও গীতাপাঠ করে।

কাউন্সিলরের মৃত্যু
মারা গেলেন ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর দাস (৩৫)। পুরসভা সূত্রের খবর, শ্যামবাজারের নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সেখানেই মারা যান। ডানকুনির তাঁতিপাড়ার বাসিন্দা সমীরবাবু প্যাংক্রিয়াটাইটিসে ভুগছিলেন। মঙ্গলবার চণ্ডীতলার একটি নার্সিংহোমে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তাঁকে শ্যামবাজারের নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.