সরকারি দামে মাছও
মুরগির পরে এ বার মাছ বিক্রিও শুরু হল পুরসভার উদ্যোগে। খোলা বাজারের চেয়ে অন্তত ৩০ থেকে ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে জ্যান্ত রুই, কাতলা, বাটা ও তেলাপিয়া। পুরসভা সূত্রের খবর, এক কেজির বেশি ওজনের কাতলা মাছের দাম খোলা বাজারে ২৫০ টাকার মতো। এখানে তা মিলছে ১৭৫ টাকায়। একই ওজনের রুইয়ের দাম প্রায় ২০০-২১০ টাকা। পুরসভার দোকানে তা পাওয়া যাচ্ছে ১৭০ টাকায়। আপাতত গড়িয়াহাট, রামলাল বাজার, বাঁশদ্রোণী বাজার, কাঁকুড়গাছি ভিআইপি বাজার, বেহালা পৌর পণ্য বীথিকা, গুরুদাস বাজার ও উল্টোডাঙা এই সাতটি পুর বাজারে মাছের দোকান দেওয়া হয়েছে। খুব শীঘ্রই দোকানের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া, লেক মার্কেট, কালীঘাট মার্কেট ও সল্টলেকের বি ডি মার্কেট ও করুণাময়ীতেও ওই মাছ বিক্রি হচ্ছে।
রাজ্যের মৎস্য দফতরের সহায়তায় পুকুর থেকে মাছ ধরে তা বাজারে পাঠানো হচ্ছে। দফতরের যুগ্ম অধিকর্তা প্রশান্তকুমার জানা জানান, ৫০০ গ্রাম পর্যন্ত রুই ও কাতলার দাম যথাক্রমে ৮০ ও ৯০ টাকা। ৫০০ থেকে সাড়ে সাতশো গ্রামের দাম ১২০ টাকা, এর উপরে এক কেজি পর্যন্ত ১৫০ ও ১৬০ টাকা। একই মাপের মৃগেল যথাক্রমে ৭০, ৮৫, ১১০ ও ১৪০ টাকা। জ্যান্ত বাটা মাছ মিলছে ১০০ টাকায়। খোলা বাজারে যা কিনতে লাগে প্রায় দেড়শো টাকা। ১০০ গ্রামের বেশি তেলাপিয়ার দর কেজি পিছু ১০০ টাকা। অন্যত্র যা প্রায় ১৭০-১৮০ টাকা।
প্রশান্তবাবু জানিয়েছেন, দাম সস্তা হলেও মাছ বিক্রি তেমন হচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, “বিভিন্ন বাজারে মাছ বিক্রির খবর এখনও অনেকে জানেন না। তা ছাড়া, পুর বাজার যেখানে দেওয়া হয়েছে, সেটি মাছের বাজারের কাছে নয়। তাই ক্রেতার নজরে আসছে না।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.