পঞ্চায়েত নির্বাচন ঘিরে হংসার রেশ এ বার তারাপীঠে। বুধবার রাতে তারাপীঠের পাণ্ডাপাড়ায় চায়ের দোকানে ভাঙচুর, লুঠপাট, দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতা সুকুমার মুখোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই পাড়ার বাসিন্দা পালপাড়া সংসদের কংগ্রেস প্রার্থীর বাবা নিমাইচন্দ্র দত্ত সুকুমার মুখোপাধ্যায়-সহ ৫ জনের বিরুদ্ধে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন। পাশাপাশি কিছুক্ষণের জন্য কংগ্রেস কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
|
রামপুরহাটে বোমায় ভেঙে পড়া গোয়াল ঘরের ছবি তুলছেন পুলিশ।—নিজস্ব চিত্র |
নিমাইবাবুর অভিযোগ, “মেয়ে মৌসুমী চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী হওয়ায় আমার প্রতি তৃণমূলের ক্ষোভ জন্মায়। মাঝে মধ্যে তারা হুমকি দিত। বুধবার রাত ১২টা নাগাদ আমাদের একটি চায়ের দোকানে ভাঙচুর করে তারা। বাধা দিতে গেলে আমাদেরও মারধর করা হয়। সুকুমার মুখোপাধ্যায় দেখে নেওয়ার হুমকি দেয়।” তারাপীঠের কংগ্রেস নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ ব্যবস্থা না নেওয়ায় দলীয় কর্মীরা পথ অবরোধ করেছিলেন। তারাপীঠের বাসিন্দা তথা তৃণমূলের রামপুরহাট ২ ব্লক সভাপতি সুকুমারবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই দোকান থেকে প্রতিনিয়ত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি করা হত। একই কারণে বুধবার রাতে প্রতিবাদ করায় নিমাই দত্ত ও পরিবারের সদস্যরা ঝামেলা পাকায়। উল্টে ওরাই আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।” অন্য দিকে, রামপুরহাটের জয়কৃষ্ণপুর গ্রামে পশ্চিমপাড়া সংসদের সিপিএম প্রার্থী সাফিক শেখের গোয়াল ঘরে বিকেলে বোমা বিস্ফোরণ হয়। সাফিকের অভিযোগ, যারাই এ কাজ করে থাকুক না কেন, আমাকে মারার উদ্দেশ্য ছিল তাদের। পুলিশ তদন্ত শুরু করেছে। |