আদালতে কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আইনজীবী নিগ্রহের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করলেন রামপুরহাট আদালতের আইনজীবীরা। বুধবার সন্ধ্যায় আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী শুভ্রাদেবী অসুস্থ এক চিকিৎসককে দেখতে যাচ্ছিলেন। রামপুরহাট হাইস্কুলের কাছে পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় মোটরবাইকের ধাক্কায় শুভ্রাদেবী পড়ে যান। প্রতিবাদ করলে ওই আইনজীবী ও ভাইপো ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহ করা বলে অভিযোগ। বাইকের নম্বর উল্লেখ করে বাপি শেখ ও অন্যদের নামে থানায় অভিযোগ করেন পেশায় আইনজীবী ইন্দ্রজিৎবাবু। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বৃন্দাবন সাহা বলেন, “থানায় অভিযোগ করা হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। তাই এ দিন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেজ্যুলিউশন করে কর্মবিরতি পালন করা হয়।” পুলিশ জানায়, এ দিন দুপুরে বাপি শেখকে গ্রেফতার করা হয়েছে।
|
টেলিফোন বিকল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
টেলিফোন এক্সচেঞ্জের যন্ত্রাংশে বাজপড়ায় বুধবার বিকেল থেকে টেলিফোন পরিষেবা ব্যাহত বয়েছে রামপুরহাট মহকুমা এলাকায়। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন বিএসএনএলের জেনারেল ম্যানেজার সুব্রত মুখোপাধ্যায়। |