টুকরো খবর |
স্বামীকে ‘খুন’ কাদা রোডে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও এক যুবকের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে দুর্গাপুরের কাদারোডে ঘটনাটি ঘটে। মৃতের নাম আসাদুল শেখ (৩৫)। তাঁর স্ত্রী ফরিদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, আসাদুলকে হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করায় তাঁর মৃত্যু হয়েছ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ফেরিওয়ালা আসাদুল দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে কাদা রোডেই থাকতেন। বাড়িতে এক যুবকের আসা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত। বুধবার রাতেও ওই যুবক এসেছিল বলে স্থানীয়দের দাবি। পড়শি আনারুল শেখ, শিবানী বিবিরা জানান, বেশ রাতে ফরিদার চিৎকারে তাঁরা জেগে ওঠেন। ফরিদা তাঁদের জানায়, কেউ আসাদুলকে ভারি কিছু দিয়ে আঘাত করে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। আসাদুলের মাথা ও বুকে বেশ কয়েকটা ক্ষতচিহ্ন মেলে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ফরিদার সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। পড়শিদের অনুমান, দু’জনে মিলে খুন করেছে আসাদুলকে। পরে চোখে ধুলো দেওয়ার জন্য ফরিদা নিজেই সকলকে ডাকে। পুলিশ জানায়, ফরিদাকেও জেরা করা হয়। জেরায় অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক পেশায় গাড়ি চালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
|
ব্যবসায়ী অপহরণে ধৃত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
উত্তরপ্রদেশের গোন্ডা জেলার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে জামুড়িয়ার এক তৃণমূল নেতা-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও মিলেছে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, অনিল চৌবে নামে ব্যবসায়ীকে অপহরণ করার পরে বারবার মুক্তিপণের টাকা চেয়ে ফোন যায়। সেই ফোনের সূত্র ধরেই গোন্ডা জেলার পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে। তারপরে যৌথ অভিযোগ চালিয়ে বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বরের চিঁচুড়িয়া মোড় থেকে ওই চারজনকে ধরা হয়। তাদের সঙ্গে নিয়ে গিয়ে পাণ্ডবেশ্বরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকেও। পুলিশ জানায়, ধৃত তৃণমূল নেতার নাম অশোক পাল। সিদ্ধপুরের বাসিন্দা তিনি। বাকি তিন জনের মধ্যে স্বপন আকুড়ের বাড়ি বাগদিয়া গ্রামে, আর শেখ করিবুল ও শেখ লাল্টু বীরভূমের জামালপুরের বাসিন্দা। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, অশোক পাল তৃণমূলের নেতা বলেই এলাকায় পরিচিত। শাসক গোষ্ঠীর আশ্রয়ে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত এতেই প্রামমিত। তবে তৃণমূলের জামুড়িয়ার ২ নম্বর ব্লক সভাপতি তাপস চক্রবর্তী জানান, সবাই তৃণমূলের সমর্থক। এতে পুলিশের অসুবিধে হওয়ার কথা নয়। আইন আইনের পথে চলবে।
|
দুর্নীতিতে ধৃত আধিকারিক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আর্থিক গরমিলের অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দুর্গাপুর মেনগেট শাখার এক আধিকারিককে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই আধিকারিকের নাম শাম্ব মুখোপাধ্যায়। তিনি ওই শাখায় সহকারী ম্যানেজার (ঋণ বিভাগ) পদে কর্মরত। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে খবর, দিন কয়েক আগে ওই আধিকারিকের বিরুদ্ধে শিক্ষা ঋণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এক গ্রাহক। তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গত এক বছরে বেশ কিছু আর্থিক গরমিলের হদিস পান। বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাঙ্কের ম্যানেজার নবীনকুমার দাস। এরপরেই ওই আধিকারিককে আটক করে জেরা শুরু করে পুলিশ। রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ ২০ হাজার টাকা। আজ, শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হবে তাঁকে।
|
শ্রমিক-মৃত্যুর ক্ষতিপূরণ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কর্মরত অবস্থায় টিনের শেড থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন এক ঠিকা শ্রমিক। বৃহস্পতিবার তাঁর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে ঠিকা শ্রমিকের কাজ দিলেন রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। কারখানা সূত্রে খবর, ২৬ জুন পড়ে মারা যান উমেশ প্রসাদ (২১) নামে এক ঠিকা শ্রমিক। তাঁর বাড়ি ডিটিপিএস কলোনি লাগোয়া জিতেননগরে। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় কারখানা কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারকে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এক আত্মীয়কে চাকরির দাবি জানান। বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ মৃতের বাবা গণেশ প্রসাদের হাতে সাড়ে ৪ লক্ষ টাকার চেক এবং তাঁর দাদা সুরেশ প্রসাদকে ঠিকা শ্রমিকের কাজ দেন।
|
খনিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কর্মীদের পুনর্বহাল করার দাবিতে সালানপুরের মোহনপুর এলাকায় একটি বেসরকারি খনি সংস্থায় বিক্ষোভ শুরু করেছে আইএনটিটিইউসি অনুমোদিত ঠিকা শ্রমিক সংগঠন। তাঁদের অভিযোগ, আগাম নোটিশ ছাড়া প্রায় ২৬ জন নিরাপত্তারক্ষীকে বসিয়ে দিয়েছে খনি কর্তৃপক্ষ। এই কর্মীদের পুনর্বহালের দাবিতে সোমবার থেকে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। খনি সংস্থার সাইট ম্যানেজার জানান, তাঁরা দশদিন সময় নিয়েছেন।
|
বামফ্রন্টের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে আসানসোলে বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। |
পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পর্যায়ে দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে আসানসোলের রবীন্দ্রভবন এলাকায় বিক্ষোভ করল বামফ্রন্ট। বৃহস্পতিবার বংশগোপাল চৌধুরীর আশঙ্কা, শাসকদল নির্বাচনের সময় যে ভাবে তাঁদের দলীয় কর্মীদের আক্রমণ করেছে তা গণনা পরবর্তী পর্যায়ে আরও তীব্র হতে পারে।
|
যন্ত্রাংশ চুরিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে কুরবান আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফের আসানসোল ডিভিশন। বুধবার রাতে আসানসোলের ওয়েস্ট পোস্ট এলাকা থেকে মালপত্র-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
|
ধৃত তৃণমূল নেতা |
মুক্তিপণ চেয়ে করা ফোনের সূত্র ধরে উত্তরপ্রদেশের এক অপহৃত ব্যবসায়ীকে বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, অনিল চৌবে নামে ওই ব্যবসায়ীর বাড়ি উত্তরপ্রদেশের গোন্ডা জেলায়। ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে জামুড়িয়ার এক তৃণমূল নেতা-সহ চার জনকে ধরা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে গিয়েই অনিলবাবুকে উদ্ধার করা হয়েছে।
|
কোথায় কী |
দুর্গাপুর
চক্ষুপরীক্ষা শিবির। ডিপিএল হাসপাতাল। সকাল ১০টা।
আসানসোল
ফুটবল। আসানসোল স্টেডিয়াম।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। কাপিষ্টা মাঠ। বিকাল ৪টা। |
|