পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া পঞ্চায়েতের সম্মিলিত উদ্যোগে লিগ কাম নক আউট ফুটবলে বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল শ্যামপুর ইলেভেন বুলেট। জামগ্রাম মাঠে তারা বন্দুমহন আমনালাকে ৩-১ গোলে হারায়। এই লিগের বুধবারের খেলায় বড়ডাঙা বানপাড়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ী হয়েছিল বারাবনি আঞ্চলিক স্পোটর্স অ্যাকাডেমি।
|
দেবাশিস ঘটক স্মৃতি আন্তঃ আদিবাসী ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের প্রথম খেলায় জয়ী হল খেলোয়াড় জুমিত গাঁওতা। আসানসোল স্টেডিয়ামে তারা মার্শাল গাঁওতাকে ৩-১ গোলে হারায়। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় নেতাজি সঙ্ঘ ডে ডি। তারা বড়ডাঙা আদিবাসীকে ৩-১ গোলে হারায়।
|
আন্তঃ জেলা জুনিয়র বাস্কেটবলে বর্ধমানের ছেলেরা প্রথম ম্যাচে ৫৯-৪৭ পয়েন্টে হারিয়েছে তরুণ ব্যায়াম সমিতিকে। কিন্তু পরের ম্যাচে তারা বড়িষা অ্যাথলেটিক ক্লাবের কাছে ২৫-৫০ পয়েন্টে হেরেছে।
|
মহিশীলা ইউনাইটেড ক্লাবের মহিশীলা চ্যালেঞ্জ ফুটবল শিল্ডের প্রথম দিনের খেলায় জিতল কালিপাহাড়ি বিরসা মুন্ডা। |