ভোটগ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার বেশ কয়েকটি ব্যালট পেপার ফেলে চলে এসেছিলেন বলে অভিযোগ। ঘটনায় তদন্তে গেলে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ উঠেছে কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বৈষ্ণবনগর থানার ভগবানপুরে ঘটনাটি ঘটলেও প্রহৃত ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্রাহাম আলম থানাতেও কোনও অভিযোগ করেননি। বুধবার বিষয়টি জেলাশাসককে জানানোর পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রের খবর, ওই ম্যাজিস্ট্রেটের চোখে আঘাত লেগেছে। তাঁকে মালদহে নার্সিংহোমে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁকে বাইরে কোথায় চিকিৎসার পরামর্শ দিয়েছেন। জেলাশাসক গোদলা কিরণ কুমার বলেন, “গুরুতর ঘটনা। পুলিশকে ঘটনার তদন্ত করার জন্য বলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপর কংগ্রেসের লোকজন হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে।” জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।” প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার কালিয়াচক তিন নম্বর ব্লকের ভগবানপুরের বিদ্যাসাগর শিক্ষাকেন্দ্রে ১৩২ নম্বর বুথে ভোট নিয়ে ভোট কর্মীরা রাতে চলে আসেন। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ করেন বুথের ভিতরে কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ব্যালট পড়ে রয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ায়। জেলাশাসকের নির্দেশে ওইদিন ডেপুটি ম্যজিস্ট্রেট আব্রাহাম আলম ভগবানপুরে যান। তিনি বলেন, “এলাকায় পৌঁছানোর পরেই কিছুলোক ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করেন। পুলিশ কোনওক্রমে উদ্ধার করেছে।” তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী বলেন, “একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। আসলে প্রশাসনের একটি অংশ তৃণমূলের হয়ে কাজ করছে। আমাদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।” |