চার জেলায় হিংসা রুখতে আজ অতিরিক্ত সতর্ক প্রশাসন
রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আজ, বৃহস্পতিবার শেষ (পঞ্চম) দফার ভোটগ্রহণ। এ দিন ভোট হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। চলতি মাসের ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত চার দফার ভোটগ্রহণ পর্বে এবং নির্বাচনোত্তর হিংসার প্রেক্ষিতে পঞ্চম দফার ভোটে নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। শেষ দফার চার জেলায় ভোটের নিরাপত্তায় ৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ৩৫ হাজার রাজ্য পুলিশ।
আজ ভোট। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে তারই প্রস্তুতি।
শিলিগুড়ির অদূরে হাতিয়াডাঙায় ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক।
বুধবার কমিশন সূত্রে জানানো হয়েছে, পঞ্চম দফার চার জেলার প্রাক্ নির্বাচনী রাজনৈতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নজরদারি থাকছে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। কমিশনের সচিব তাপস রায় জানান, কোচবিহারে ১৭ কোম্পানি এবং জলপাইগুড়ি জেলায় মোতায়েন থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর দিনাজপুরে ৯ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
কমিশনের পদস্থ আধিকারিকেরা জানান, পঞ্চম দফায় চার জেলার মোট ভোটার সংখ্যা ৬৩ লক্ষ ৯২ হাজার ৯৯৬ জন। ভোটগ্রহণের জন্য ৬৫১২ টি ভোটকেন্দ্র খোলা হয়েছে ৭৯৬১ টি বুথ। এর মধ্যে ৫১৩৯ টি ভোট কেন্দ্রে রয়েছে একটি করে বুথ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিধি অনুযায়ী পঞ্চম দফার ভোটেও একটি বুথের ভোটকেন্দ্র পাহারায় সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাচ্ছে না। শেষ দফার চার জেলায় গ্রাম পঞ্চায়েতের ১৫২ টি এবং পঞ্চায়েত সমিতির ১৮ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আজ ভোট। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে তারই প্রস্তুতি। ময়নাগুড়িতে ছবি তুলেছেন দীপঙ্কর ঘটক।
এদিন বন্যা বিধ্বস্ত দক্ষিণ দিনাজপুরের তপন, গঙ্গারামপুর ও কুশমন্ডি ব্লকের ৩০টি বুথে বুধবার ভোটকর্মীদের বুথে পৌঁছে দিতে মোটর বাইকের উপর ভরসা করতে হল জেলা প্রশাসনকে। বাইরের জেলা থেকে রাজ্য পুলিশ বালুরঘাটে দেরিতে এসে পৌঁছানোয় গঙ্গারামপুর কলেজ কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট কর্মীদের নাকাল হতে হয়। মুর্শিদাবাদে ভোটের ডিউটির পর সেখানকার বিভিন্ন থানা থেকে প্রায় ৪০০ কলকাতা পুলিশকে দক্ষিণ দিনাজপুরের ভোটের কাজে নিয়ে আসার কথা। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ কর্মীরা দেরীতে এলেও সঙ্গে সঙ্গে তাদের কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।” রাত ৯টার পর আলিপুরদুয়ার-১ ব্লকের অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ পৌঁছায়।
পুলিশকর্মী ছাড়াই কোচবিহারের দেড় শতাধিক বুথে যেতে হল ভোট কর্মীদের। এদিন রাতে মেখলিগঞ্জের মহকুমা শাসক জ্যোর্তিময় তাঁতি জানান, মহকুমার ৬৭ টি বুথে প্রথমে পুলিশ ছাড়াই ভোট কর্মীদের পাঠাতে হয়। পরে অবশ্য ২৯টি বুথে পুলিশ পাঠানো হয়েছে। বাকি ৩৮ টি বুথেও রাতে পুলিশ পাঠানো হয়েছে। সদরের মহকুমা শাসক বিকাশ সাহা জানান কোচবিহার-২ ব্লকে ৮৭ টি বুথে পুলিশ ছাড়া ভোট কর্মীদের পাঠানো হয়। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “রাতের মধ্যে পুলিশ কর্মীরা কেন্দ্রে পৌঁছেছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.