প্রায় ৪০০ কেজি গাঁজা-সহ নাগাল্যান্ড রাজ্য সশস্ত্র পুলিশের দুই জওয়ানকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) শিলিগুড়ির অফিসারেরা। বুধবার সকালে প্রধাননগর থানার ৩১ নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার এলাকার ঘটনার। ট্রাকটি সেবকের দিক থেকে দার্জিলিং মোড় যাচ্ছিল। তাতে গাঁজা ছিল। ধৃতদের নাম বেনডেন তুংসু জাকম ও বেনডেন ওয়াতি আও। দু’জনেই নাগাল্যান্ড পুলিশের পোশাকে ছিলেন। গাড়িটির সামনে ও পিছনে পুলিশ লেখা ছিল। গাড়িটির কাগজপত্র পাওয়া যায়নি। ডিআরআই অফিসারেরা জানান, উদ্ধার করা গাঁজার বাজার মূল্য প্রায় ২ কোটি ৭ লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা। ২০০টি প্যাকেটে গাঁজা ছিল। সেগুলির উপরে কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। সম্ভবত ফরাক্কায় গাঁজাগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ দিন অভিযুক্তদের শিলিগুড়ির স্পেশাল জজ কোর্টের বিচারক সুব্রতা হাজরার এজলাসে তোলা হয়। রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী চিন্ময় চক্রবর্তী বলেন, “অভিযুক্ত দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।”
|
বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। মঙ্গলবার ২৩ বছর বয়সী এক মহিলা ওই অভিযোগ করেন। তার পরেই পুলিশ অভিযুক্তকে ধরে। বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশজানায়, ধৃত ব্যক্তির নাম রবি মল্লিক। প্রধাননগর থানা এলাকায় বান্দ্রি জোতে ওই মহিলার বাড়ির পাশেই অফিসে তৈরি করেছিলেন ওই ব্যক্তি। প্রায় ২ বছর ধরে তার সঙ্গে পরিচয় ছিল মহিলার। কাজ দেওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে মেলামেশা করতেন। এমনকী বিয়ের রিজিস্ট্রিও হয়। পরে অভিযোগকারী মহিলা জানতে পারেন রবিবাবু আগে একবার বিয়ে করেন। সেই পক্ষের একটি সন্তানও রয়েছে।
|
মেয়াদ শেষ হওয়ায় আলিপুরদুয়ার পুরসভার দায়িত্ব নিল প্রশাসক। বুবার সকালে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় আলিপুরদুয়ারের অতিরিক্ত মহকুমা শাসক তথা প্রশাসক শিশির লেপচাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। দীপ্তবাবু জানান, নিয়ম মেয়াদ শেষের আগেই নির্বাচন করতে হয়। কিন্তু এখনও রাজ্য সরকার আলিপুরদুয়ার পুরসভার নির্বাচন করাতে পারেনি। আমরা চাইছি দ্রুত পুরসভার নির্বাচন হোক। তা না হলে শহরের উন্নয়ন থমকে যাবে। প্রশাসক শিশির লেপচা বলেন, “শহরের প্রতিদিনের পুর পরিষেবা স্বাভাবিক রাখা হবে।” উল্লেখ্য, ২০০৮ সালের ২৫ জুলাই কংগ্রেসের পুরবোর্ড ক্ষমতায় আসে।
|
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃতু হল এক ব্যক্তির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সাঁতালি চা বাগানে। পুলিশ জানায়, মৃতের নাম রাজু টোপ্পো (৩৭)। তিনি ওই বাগানের শ্রমিক ছিসেন। বিদ্যুতের লাইন ঠিক করতে তিনি খুঁটিতে ওঠেন। সেখান থেকে পড়ে গুরুতর আহত হন।
|