টুকরো খবর
বধূ খুনে ধৃত স্বামী, শাশুড়ি
স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে শাশুড়িকেও। শ্বশুর-সহ আরও তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বসিরহাটের স্বরূপনগর থানার সগুনা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রাবেয়া বিবি (২৭)। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে বাদুড়িয়ার রসুই গ্রামের রাবেয়ার সঙ্গে বিয়ে হয় সগুনা গ্রামের ইসারুন মণ্ডলের। অভিযোগ, বিয়েতে চাহিদা মত অর্থ ও জিনিসপত্র দেওয়া হলেও আরও যৌতুকের দাবিতে রাবেয়ার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত। মঙ্গলবার সকাল থেকে রাবেয়াকে প্রচণ্ড মারধর করা হয়। দিনভর তাঁকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। সন্ধ্যায় মৃত্যু হয় ওই মহিলার। রাবেয়ার দাদা নাসিরুল মল্লিক খবর পেয়ে গ্রামে গেলে মৃত অবস্থায় বোনকে উদ্ধার করেন। দাদার অভিযোগের ভিত্তিতে স্বামী ইসারুন মণ্ডল, শাশুড়ি ফতেমা বিবিকে গ্রেফতার করে পুলিশ।

প্ল্যাটফর্মে পড়ে থেকে মৃত্যু
সকাল থেকে অসুস্থ অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে থাকলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। দুপুর তিনটে নাগাদ প্ল্যাটফর্মেই মারা গেলেন তিনি। মারা যাওয়ার তিনঘন্টা পর মৃতদেহ এসে উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং স্টেশনে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা থেকে ক্যানিং প্ল্যাটফর্মের উপরে মদ্যপ অবস্থায় পড়েছিলেন বছর পঞ্চান্নর ওই ব্যক্তি। স্টেশনের যাত্রী এমনকী রেল পুলিশও সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে রেল পুলিশের এক অফিসার জানান, “খবর পাওয়ার ঘন্টাখানেকের মধ্যে গিয়ে দেহটি উদ্ধার করা হয়েছে। তবে শিয়ালদহ থেকে ডোম না আসায় কিছুটা দেরি হয়েছে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন এক পরিবারের চার জন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কাকদ্বীপের নারায়ণপুর গ্রামে। অন্যদিকে, বেআইনি ভাবে বিদ্যুতের তার দিয়ে বাগান ঘেরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাগানের মালিক অনন্ত মাইতিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা অনন্তবাবু বাড়ির পাশের পুকুর ও বাগান বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন। বুধবার দুপুরে প্রতিবেশী একটি পরিবারের ছাগল বাগানে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছাগলটিকে উদ্ধার করতে গিয়েই পরপর বিদ্যুৎস্পৃষ্ট হন ওই পরিবারের চারজন। আহতদের একজনের অভিযোগের ভিত্তিতেই বাগানের মালিককে গ্রেফতার করে পুলিশ।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। গুরুতর জখম হন তাঁর দুই সঙ্গী। মঙ্গলবার রাতে পুড়শুড়ার জঙ্গলপাড়ায় আরামবাগ-তারকেশ্বর রোডে ওই দুর্ঘটনা ঘটে। হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম অমিত কর্মকার (১৯)। বাড়ি স্থানীয় ডিহিবাতপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ অমিত দুই বন্ধু বিশ্বজিৎ কুঁতি এবং সন্দীপ মণ্ডলকে মোটরবাইক চালিয়ে পুড়শুড়ার দিক থেকে সোদপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসছিল আলু বোঝাই লরিটি। ঘটনাস্থলেই মারা যান অমিত। আহতদের আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

বাড়িতে চুরি
বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার হারবার ডহরথুবা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকার বাসিন্দা পান্নালাল চন্দ্র ও তাঁর পরিবারের সকলে মিলে কলকাতায় আত্মীয়ের বিয়েতে যান। বুধবার বিকেলে ফিরে তাঁরা দেখেন, বাড়ির পিছনের জানলা ভাঙা। ঘরে ঢুকে আলমারি ভেঙে ৬ ভরি সোনা এবং ৩০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

শিশুকে ধর্ষণ, ধৃত
শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। বুধবার দুপুরে হাসনাবাদ স্টেশনের কাছে রেল কলোনির ঘটনা ধৃতের নাম গোপাল রুইদাস। এ দিন দুপুরে চার বছরের একটি শিশুকে লজেন্স খাওয়ানোর নাম করে স্টেশন সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে যায় বছর কুড়ির গোপাল। সেখানে ইট গাদার পাশে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা গোপালকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলেন। শুরু হয় গণধোলাই। পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। অসুস্থ শিশুটিকে টাকি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেড়াচাঁপা আলুনি ঘোষপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গণেশ চৌধুরি (৩২)। এ দিন দুপুর ১টা নাগাদ বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.