|
|
|
|
চার্জশিটে ছেলের নাম, স্তম্ভিত হ্যান্সির বাবা
নিজস্ব প্রতিবেদন
|
ম্যাচ গড়াপেটার সেই কলঙ্কিত কাণ্ড ঘটে গিয়েছে তেরো বছর আগে। ছেলের মৃত্যুরও এগারো বছর হয়ে গিয়েছে। আর এত দিন পর দিল্লি পুলিশের চার্জশিটে তাঁর ছেলের নাম দেখে স্তম্ভিত হ্যান্সি ক্রোনিয়ের বাবা ইউয়ি ক্রোনিয়ে।
ম্যাচ গড়াপেটা কাণ্ডে এত দিন পর দিল্লি পুলিশের চার্জশিট দেওয়া নিয়ে যত না বিতর্কের সৃষ্টি হয়েছে, তার থেকে বেশি হচ্ছে ক্রোনিয়ের নাম সেই চার্জশিটে থাকার জন্য। নিকি বোয়ে, হার্শেল গিবসদের নাম এই কেলেঙ্কারিতে উঠে এলেও যথেষ্ট প্রমাণের অভাবে তাঁদের নামে চার্জশিট দেওয়া হয়নি। অথচ হ্যান্সির নাম কেন চার্জশিটে দেওয়া হল, সেটাই বুঝতে পারছেন না তাঁর বাবা। দক্ষিণ আফ্রিকার এক সংবাদপত্রকে ইউয়ি বলেছেন, “ওই সময়ে হ্যান্সির নামে চার্জশিট দিলে নয় একটা কথা ছিল। কিন্তু তখন ওরা কিছু খুঁজে বের করতে পারল না। আর এখন ওরা কী পাবে?” ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের কিং কমিশনের কাছে বুকিদের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও হ্যান্সির বাবা মনে করেন, তাঁর ছেলেকে যতটা দোষী হিসেবে সারা দুনিয়ার কাছে তুলে ধরা হয়েছে, ততটা দোষী তিনি নন।
তবে দক্ষিণ আফ্রিকার বোর্ডের প্রাক্তন প্রধান আলি বাখার মনে করেন, এত কাণ্ড হয়ে যাওয়ার পরও ক্রিকেটারদের সঙ্গে বুকিদের নিয়মিত যোগাযোগ রয়েছে। “সলমন বাটই তো সম্প্রতি স্বীকার করে নিয়েছে দু’বছর আগেও ওর সঙ্গে বুকিদের যোগাযোগ ছিল। তবে বুকিরা যে আইনের জালে ধরা পড়ছে, এটাই ভাল কথা,” বলেছেন বাখার। |
“
বুকিদের সঙ্গে এখনও যোগাযোগ রাখে ক্রিকেটাররা”—বাখার |
|
ম্যাচ গড়াপেটা প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের বক্তব্য, “এই ব্যাপারে ক্রিকেট প্রশাসকদের এতটাই নির্দয় হওয়া উচিত, যাতে ছেলেরা কখনও এমন কাজ করতে সাহস না পায়। পাকিস্তানের ঘটনা থেকেও যদি শিক্ষা না হয়, তা হলে তো তার শাস্তি পেতেই হবে। আর ভারতীয় ক্রিকেটের সুপারহিরোদের উচিত, এগিয়ে এসে এখনকার উঠতি ক্রিকেটারদের বোঝানো, যাতে তারা এমন মারাত্মক ভুল না করে।”
|
পুরনো খবর: তেরো বছর পর ক্রোনিয়ের চার্জশিট |
|
|
|
|
|