সব রেকর্ড ভেঙে
দিতে পারে বিরাট
মার কাছে জিম্বাবোয়ে সফরের সবচেয়ে বড় ইউএসপি ছিল বিরাট কোহলির ক্যাপ্টেন্সি। ধোনির চোট আছে বলে একটা-দুটো ম্যাচ নয়, এই প্রথম একটা পূর্ণাঙ্গ সিরিজে নেতৃত্ব দিচ্ছে বিরাট। হারারের প্রথম ম্যাচের পরে অবশ্য আলোচনায় উঠে এসেছে ক্যাপ্টেন নয়, ব্যাটসম্যান বিরাট।
মাত্র ১০৯ ওয়ান ডে-তে পনেরোটা সেঞ্চুরি করে ফেলল ছেলেটা! পরে শুনলাম এটা বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে পনেরোটা সেঞ্চুরি এত কম ম্যাচে কেউ কখনও করেনি। যত দূর মনে করতে পারছি, সচিন তেন্ডুলকর একশো আশির বেশি ম্যাচ নিয়েছিল এতগুলো সেঞ্চুরি করতে। তাই প্রশ্নটা উঠে পড়া স্বাভাবিক, বিরাট কি ভবিষ্যতে যাবতীয় ব্যাটিং রেকর্ড নতুন করে লিখবে?
আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমার উত্তর হবে, হ্যাঁ। বুধবারের এই ম্যাচটার কথাই ধরুন। বিপক্ষ দলটার নাম জিম্বাবোয়ে জেনেও বিরাট কিন্তু বোকার মতো ফালতু ঝুঁকি নিয়ে ব্যাট করেনি। উল্টো দিকে রায়ডু নিজের অভিষেক ম্যাচ খেলছিল, তাই ওকেই যেন বেশি শট খেলার সুযোগ দিয়ে যাচ্ছিল। একটা সময় তো দেখলাম বিরাটের স্ট্রাইকরেট ৫০।
একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫ সেঞ্চুরি
বিরাট কোহলি- ১০৬ ম্যাচে
সইদ আনোয়ার- ১৪৩ ম্যাচে
সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৪৪ ম্যাচে
ক্রিস গেইল- ১৪৭ ম্যাচে
হার্শেল গিবস- ১৬১ ম্যাচে
ডেসমন্ড হেনেস- ১৬৬ ম্যাচে
রিকি পন্টিং- ১৮০ ম্যাচে
সচিন তেন্ডুলকর- ১৮২ ম্যাচে
জিম্বাবোয়ে ম্যাচে যেটা ভাবাই যায় না। যে ভাবে নিজের ইনিংসটা সাজাল বিরাট, তা দেখেই বোঝা যায় ব্যাটসম্যান হিসেবে আজ ও কতটা পরিণত। ওর বয়স এখন ২৪। অন্তত আরও দশ বছর তো খেলবেই। ওর যা প্রতিভা তাতে এই দশ বছরে ব্যাটিং রেকর্ডগুলো নতুন করে লিখলে, অবাক হব না।
ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্ব পেলে ওর খেলার উপর তার প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ওকে যতটুকু দেখেছি, ওর কথাবার্তা যা শুনেছি, তাতে মনে হয় এই বাড়তি দায়িত্বটা বিরাট উপভোগ করে। ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বিশ্বাস করে। তাই ক্যাপ্টেন্সির দায়িত্ব ওর খেলাটাকে আরও উন্নত করবে বলেই মনে হয়। আর প্রত্যাশার চাপ নিয়ে খেলা ওর কাছে নতুন কিছু নয়। ও-ই যে ধোনির উত্তরসূরি হতে চলেছে, সেটা নিয়ে এই ক’মাসে কম কথা হয়নি। সেই চাপটা নিয়েই তো বিরাট দিব্যি খেলে যাচ্ছে।
ভবিষ্যতে কোনও না কোনও সময় খারাপ ফর্মের মধ্যে দিয়েও যেতে হবে বিরাটকে। আমার মনে হয় সেটা সামলাতে খুব সমস্যা হবে না ওর। যা দেখছি, তাতে কিংবদন্তি হিসেবে কেরিয়ার শেষ করতে চলেছে বিরাট। এখন যেমন ওকে সচিনদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তখনকার তরুণ ক্রিকেটারদের তেমন বিরাটের সঙ্গে তুলনা করা হবে!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.