|
|
|
|
ভরদুপুরে তালা ভেঙে চুরি মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভরদুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়ে গেল মেদিনীপুরের রামকৃষ্ণনগরে। দুলাল দত্ত নামে ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রী বুধবার দুপুরে বাড়িতে ছিলেন না। মেয়েও স্কুলে গিয়েছিল। বিকেলে স্কুল থেকে ফিরে এসে মেয়ে দেখে, দরজা ভাঙা। জিনিসপত্র তছনছ।
খবর পেয়ে পৌঁছয় পুলিশ। নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং প্রায় ৯ ভরি গয়না চুরি গিয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে একাধিক জন জড়িত। |
|
তছনছ ঘর। নিজস্ব চিত্র। |
যে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা-গয়না চুরি করা হয়, সেটি দোতলায়। দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। পরে আরও কয়েকটি তালা ভেঙে দোতলার ঘরে পৌঁছয়। কোনও একজনের পক্ষে এমন ঘটনা ঘটানো সম্ভব নয় বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
দুপুর একটা থেকে তিনটের মধ্যে ঘটনাটি ঘটে। এই প্রথম নয়, রামকৃষ্ণনগরে আগেও চুরির ঘটনা ঘটেছে। অদূরেই ৬০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয়দের অভিযোগ, দুষ্টচক্রের লোকেরাই এ সব ঘটনার সঙ্গে জড়িত। পুলিশের কড়া পদক্ষেপের অভাবে এদের বাড়বাড়ন্ত চলছে। বুধবারের ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের অবশ্য বক্তব্য, উদ্বেগের কিছু নেই। এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। |
|
|
|
|
|