টুকরো খবর |
ওয়েবকুপার স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন’-এর (ওয়েবকুপা) পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হল বুধবার। সংগঠনের তরফে এ দিন মোট ন’দফা দাবি জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে, সবার জন্য ছুটির এক নিয়ম চালু করা, আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিল তৈরি, বিশ্ববিদ্যালয়ের কোর্টে কলেজ শিক্ষকদের প্রতিনিধি রাখা, বিভিন্ন কলেজে স্নাতকোত্তর বিভাগ চালু করা প্রভৃতি। কলেজ শিক্ষকদের জন্য ইউজিসি-র পক্ষ থেকে রিফ্রেশার কোর্স বা বিভিন্ন শর্ট টাইম কোর্স করার দাবিও জানানো হয়েছে। কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে কোথাও সে রকম পরিকাঠামো নেই। ফলে কলেজ শিক্ষকরা এই ধরনের পাঠক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। তার জন্য অ্যাকাডেমিক স্টাফ কলেজ তৈরির দাবিও জানানো হয়েছে। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি তুহিনকান্তি দাস বলেন, “উপাচার্যের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। উনি প্রতিটি বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর বক্তব্য, “শিক্ষক সংগঠনের দাবিগুলি শুনেছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে।” |
ঠিকা শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বকেয়া বেতনের দাবিতে খড়্গপুর ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকা-শ্রমিকেরা। সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসির নেতৃত্বে বুধবার বিকেলে এই বিক্ষোভ কর্মসূচি হয়। সংগঠনের বক্তব্য, এক ঠিকাদার শ্রমিকদের প্রায় ৮ লক্ষ টাকা বেতন বকেয়া রেখেছেন। পাশাপাশি, কাজ করার সময় কোনও দুর্ঘটনা ঘটলে ঠিকাদারেরই কর্তব্য দুর্ঘটনাগ্রস্ত কর্মীর চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু, তা হচ্ছে না। চলতি মাসের গোড়ায় রাধামোহনপুর- ডুঁয়ার মাঝে কাজ করার সময় এক শ্রমিক গুরুতর জখম হন। তাঁর সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বিক্ষোভ কর্মসূচির জেরে পরে অবশ্য এক ত্রিপাক্ষিক বৈঠকও হয়। এআইটিইউসির জেলা নেতা বিপ্লব ভট্ট বলেন, “নির্দিষ্ট কিছুর দাবি নিয়ে আমাদের এই আন্দোলন। আমরা আশ্বাস পেয়েছি। তবে আশ্বাস মতো কাজ না- হলে আগামী সোমবার থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামতে বাধ্য হবেন শ্রমিকেরা।” |
কনেযাত্রী বোঝাই লরি উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কনেযাত্রী বোঝাই ছোট লরি উল্টে মৃত্যু হল একজনের। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শালবনি থানার ভীমপুরের কাছে। জখম হয়েছেন অন্তত ২৬ জন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সকলেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় লালগড় থানার ধান্যশোল থেকে প্রায় ৪০ জন কনেযাত্রী একটি ছোট লরিতে করে মেদিনীপুর কোতয়ালি থানার গোলাপিচকের উদ্দেশে রওনা দেন। বৌভাত খেয়ে রাতে ফের ধান্যশোল ফিরছিলেন তাঁরা। রাত আড়াইটে নাগাদ ভীমপুরের কাছে আচমকাই লরিটি উল্টে যায়। আর্তনাদ, চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনাস্থলে মৃত্যু হয় রবি শবর (২৬) নামে এক যুবকের। কয়েকজনের সামান্য চোট লেগেছিলেন। তাঁরা ফোন করে পরিচিতদের দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে পরিচিতরা ঘটনাস্থলে পৌঁছন। জখম হন অন্তত ২৬ জন। জখমদের দেখতে বুধবার সকালে মেদিনীপুর মেডিক্যালে আসেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। |
গুদামে হানা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিষাক্ত রাসায়নিক তরল মিশিয়ে কলা পাকানো হচ্ছেঅভিযোগ পেয়ে বুধবার সকালে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় এক ব্যবসায়ীর গুদামে হানা দিল যৌথ তদন্তকারী দল। যে দলে ছিলেন স্বাস্থ্য দফতর, পুরসভা এবং পুলিশের আধিকারিক-কর্মীরা। গুদাম থেকে একটি তরলের শিশিও উদ্ধার হয়েছে। এটি কী, খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পুরসভার কয়েকজন কর্মীর কাছে খবর এসেছিল হবিবপুর এলাকায় এক ব্যবসায়ীর গোডাউনে কার্বাইডের বদলে অন্য এক রাসায়নিক তরল স্প্রে করে কলা পাকানো হয়। পরে কলার কাঁদি বাজারজাত হয়। বিষয়টি মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তকে জানান পুরকর্মীরা। মহকুমাশাসক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার সঙ্গে কথা বলেন। পুরো বিষয়টি শুনে গিরীশচন্দ্রবাবু তাঁকে জানান, এ ক্ষেত্রে ঠিক কী হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। এরপরই যৌথ তদন্তকারী ওই দল গুদামে হানা দেয়। একটি তরলের শিশি উদ্ধার হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ‘ফুড সেফটি অফিসারে’র রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে। |
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রতিকান্ত দে (৫৬)। বুধবার দুপুরে সবং থানার আঁদুলিয়ায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি যখন সাইকেলে করে যাচ্ছিলেন, তখন একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। |
সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মিড-ডে মিল নিয়ে সচেতনতা শিবির কেশিয়াড়িতে। নিজস্ব চিত্র |
ছপরা-কাণ্ডের পর মিড ডে মিল নিয়ে সচেতনতা বাড়াতে বুধবার শিবির হল কেশিয়াড়িতে। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা, স্বসহায়ক দলের প্রধানদের নিয়ে শিবির হয়। |
|