কংগ্রেসকে ভোট দেওয়ার ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে ঘর ছাড়া হয়েছেন অন্তত পঁয়ত্রিশটি পরিবার। পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছেন জয়পুরের খালনা গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর বুথের প্রার্থী কংগ্রেস দীপঙ্কর রং। তিনি নিজেও ঘরছাড়াদের দলে রয়েছেন বলে দীপঙ্করবাবু জানান।
ঘরছাড়াদের বাড়ি পশ্চিম খালনার রাজবংশীপাড়ায়। দীপঙ্করবাবুর অভিযোগ, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকদের কাছে তৃণমূলের একদল স্থানীয় কর্মী হুমকি দিচ্ছিল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না বলে। গত ২১ জুলাই তৃণমূলের ওই কর্মী সমর্থকেরা এসে কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপরে চড়াও হয়, সকলকে মারধর করে তাড়িয়ে দেয় বলে দীপঙ্করবাবুর অভিযোগ। তিনি বলেন, “আমাদের পরিবারের অন্যান্য যে সব সদস্য বাড়িতে রয়েছে তাঁদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি।” অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের নেতা হাফিজুর রহমান বলেন, “কংগ্রেসের পক্ষ থেকেই বরং নির্বাচনের দু’দিন পরে আমাদের দলের কয়েকজন কর্মী-সমর্থকের উপরে হামলা চালানো হয়। একজন আহতও হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে থানায় এঅফআইআর করা হয়েছে। গ্রেফতারির ভয়ে অভিযুক্তরা গ্রাম ছেড়েছেন। আমাদের দলের কেউ কাউকে গ্রামছাড়া করেনি।”
এ দিকে হাওড়া জেলায় নির্বাচনের দিনে বুথ দখল, নির্বাচন পরবর্তী অশান্তির প্রতিকার এবং ভোট গণনার দিনে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি নিয়ে বুধবার হাওড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলে ছিলেন, আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, জেলা কংগ্রেস সভাপতি কাজি আবদুল রেজ্জাক এবং জেলা কংগ্রেস নেতা সনাতন মুখোপাধ্যায়। অসিতবাবু বলেন, “রাজ্যপাল আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন।” |