প্রৌঢ়া খুনে ধৃত আরও ১ ফেরার |
যাদবপুরের সেন্ট্রাল রোডে প্রৌঢ়া খুনের ঘটনায় ফেরার তিন অভিযুক্তের এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিকাশ মণ্ডল। বাড়ি ক্যানিংয়ের জীবনতলায়। বুধবার তাকে আদালতে তোলা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত শিবানী মান্নাকে জেরা করেই বিকাশকে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক ঝন্টুর খোঁজ এখনও মেলেনি। সোমবার রাতে ধৃত বাদল দলুইয়ের বাড়ি থেকে নিহত শম্পা ঘোষের মোবাইল উদ্ধার করে পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, শম্পাদেবীর হাত থেকে সোনার চুড়িও খোয়া গিয়েছে। তবে এখনও লুঠ হওয়া টাকা বা গয়নার কোনওটাই উদ্ধার করা যায়নি।
পুরনো খবর: ছক তারই, জেরায় বলল পরিচারিকা
|
সহযাত্রী মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক মেট্রোযাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সন্দীপ গুপ্ত। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রবীন্দ্র সদন ও মহাত্মা গাঁধী রোড স্টেশনের মধ্যে। রবীন্দ্র সদন থেকে মেট্রোয় উঠেছিলেন ওই মহিলা। সন্দীপ তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করায় তিনি প্রতিবাদ করেন। মহাত্মা গাঁধী রোড স্টেশনে অভিযুক্তকে আটক করা হয়। পরে মহিলা থানায় অভিযোগ করলে গ্রেফতার করা হয় সন্দীপকে।
|
বেলঘরিয়া স্টেশনে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। খোরপোষ না-দেওয়ার অভিযোগে তাঁর স্বামী গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ, দিন দুয়েক আগে গৃহশিক্ষকের বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফেরার পথে তাঁর শাড়িতে কেউ গুটখা জাতীয় কিছুর পিক ফেলে। কটূক্তিও করে। |