টুকরো খবর
অবমাননার নোটিস সহারার দুই সংস্থাকে
আমানতকারীদের টাকা ফেরত না-দেওয়ায় সহারা গোষ্ঠীর দুই সংস্থাকে নির্দেশ অবমাননার নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। সেবি-র মাধ্যমে ৩ কোটির বেশি লগ্নিকারীকে ১৫% সুদ সমেত ২৪ হাজার কোটি টাকা ফেরত দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে এ নিয়ে নির্দিষ্ট জবাব দাখিল করতে হবে। সহারার আর্জি মেনে মামলা ৩০ জুলাই পর্যন্ত মুলতুবি ঘোষণা করলেও সংস্থাকে আর বাড়তি সময় দেওয়া হবে না বলে জানিয়েছে তারা। সেবি-র আনা অবমাননার আবেদনের ভিত্তিতেই এই নোটিস দিল শীর্ষ আদালত। সেবি জানিয়েছিল, গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে টাকা ফেরত দিতে পারেনি সহারা। তখনই ৫১২০ কোটি টাকা ফেরত দিতে বলা হয়। সেই অর্থ মিটিয়ে দিলেও বাকি টাকা রায় মেনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমা দেয়নি সহারা, অভিযোগ সেবি-র।

পুরনো খবর:

৫ কেজি-র রান্নার গ্যাস সিলিন্ডার সব মহানগরের পেট্রোল পাম্পে
এ বার বাজার দরে পাঁচ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পেট্রোল পাম্পে। প্রাথমিক ভাবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে সংস্থাগুলির নিজস্ব (যে -পাম্পগুলি তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা নিজেরাই চালায়) পেট্রোল পাম্পে এই সিলিন্ডার বিক্রির প্রস্তাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় তেলমন্ত্রী এম বীরাপ্পা মইলি। সাফল্য দেখে পরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য শহরেও। দিল্লিতে ভর্তুকিহীন এই সিলিন্ডারের দাম পড়বে ৩৬২ টাকা ও মুম্বইয়ে ৩৯৬ টাকা। প্রসঙ্গত, ভর্তুকি দিয়ে বর্তমানে তার দাম দিল্লিতে ও মুম্বইয়ে যথাক্রমে ১৫২ ও ১৬৩ টাকা। তেল মন্ত্রক জানিয়েছে, গত কয়েক বছরেই ভিন্ রাজ্যে (বিশেষত বড় শহরগুলিতে) চাকরি করতে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে চাকরি বদলের প্রবণতাও। যে কারণে অনেকেই গ্যাসের স্থায়ী সংযোগ নিতে চান না। তাঁদের কথা মাথায় রেখেই ছোট সিলিন্ডার বিক্রি শুরু করছে মন্ত্রক। এই প্রকল্পের আওতায় থাকা এলপিজি সিলিন্ডারের নাম হবে ‘ফ্রি ট্রেড এলপিজি’ বা এফটিএল। মন্ত্রকের আরও দাবি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির নিজস্ব পেট্রোল পাম্পগুলি অনেক বেশি সময় ধরে খোলা থাকে। ফলে এখান থেকে সহজেই গ্রাহক ওই সিলিন্ডার কিনতে পারবেন। তবে প্রথম বার সিলিন্ডার কিনতে দিতে হবে উপযুক্ত পরিচয়পত্র, গ্যাস সংযোগ ও সিলিন্ডারের দাম। তার পর ইচ্ছেমতো সেখান থেকে গ্যাস ভরা যাবে।

টিসিএসের অধিগ্রহণ
ফরাসি তথ্যপ্রযুক্তি সংস্থা অল্টি এসএ-কে ৫৩৩ কোটি টাকায় অধিগ্রহণ করল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস। এপ্রিলে অল্টি এসএ হাতে নেওয়ার কথা জানিয়েছিল টিসিএস। সংস্থার দাবি, এর ফলে ইউরোপের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি বাজার ফ্রান্সে পা রাখার মাধ্যমে মহাদেশটির ব্যাঙ্কিং, উৎপাদন-সহ বিভিন্ন শিল্পে নিজেদের পরিষেবা ছড়িয়ে দিতে পারবে তারা।

ঋণের কিস্তি দিতে বৈদ্যুতিন হস্তান্তর
এখন থেকে শুধুমাত্র বৈদ্যুতিন হস্তান্তরের মাধ্যমে ঋণের কিস্তির টাকা নিতে ব্যাঙ্ককে নির্দেশ দিল আরবিআই। যে-সব জায়গায় এই ইসিএসের সুবিধা রয়েছে, সেখানে বাধ্যতামূলক ভাবে এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে তারা। এর ফলে ঋণ গ্রহীতাকে কোনও পোস্ট ডেটেড চেক বা ইএমআই চেক দিতে হবে না। নতুন নিয়ম মেনে এই ধরনের চেকগুলিকে বৈদ্যুতিন ব্যবস্থার আওতায় আনার কথাও জানিয়েছে আরবিআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.