ইন্টারনেট পরিষেবা ‘ব্যবসা’র ফাঁদে ত্রিপুরার বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আকবর আলি মণ্ডল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।
পুলিশ জানায়, ত্রিপুরার গ্রামে-গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে কয়েক মাস আগে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়।
আকবর আলি নিজেকে ঝাড়খণ্ডের একটি ইন্টারনেট টাওয়ার নির্মাতা সংস্থার মালিক বলে পরিচয় দিয়েছিলেন। ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার কয়েকজন শিক্ষিত যুবক-যুবতীকে তাঁর ‘সংস্থা’য় এজেন্ট হিসেবে নিয়োগ করেন।
তদন্তকারীরা জানান, টাওয়ার বসানোর জন্য জমি দিতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন এজেন্টরা। দু’পক্ষে ‘লিজ’ চুক্তি করা হত। চুক্তি অনুযায়ী, টাওয়ার বসানোর জন্য কমপক্ষে ৮০ হাজার টাকা লগ্নি করতে হত জমির মালিককে। পরিবর্তে, তিন বছরের জন্য তাঁকে প্রতি মাসে ৪২০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আকবরের সংস্থা।
অভিযোগ, এ ভাবে দু’টি জেলার অনেকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু, প্রতিশ্রুতিমতো ইন্টারনেট টাওয়ার নির্মাণের কাজ হয়নি। মাসে-মাসে টাকাও পাননি চুক্তিকারীরা। তাঁদের টাকা ফেরতের জন্য একবার চেক লিখে দিয়েছিলেন আকবর। অভিযোগ, সেটি ব্যাঙ্কে ‘বাউন্স’ করে। এরপরই, জনরোষ থেকে বাঁচতে অভিযুক্ত আকবর আলি মণ্ডলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তাঁরই সংস্থার দুই এজেন্ট।
ঊনকোটি জেলার এসপি কমল চক্রবর্তী বলেন, ‘‘অভিযুক্তের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আমাদের হাতে এখনও পৌঁছয়নি। সেটা পেলেই পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হবে।’’ |