একই বন্ধনীতে মমতাশঙ্করের সঙ্গে শুভশ্রী-শ্রাবন্তী, সন্দীপ রায়ের সঙ্গে রাজ চক্রবর্তী। এ ভাবেই নবীন-প্রবীণের মেলবন্ধন ঘটিয়ে উত্তমকুমারের নামাঙ্কিত চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তম-প্রয়াণ দিবসে নজরুল মঞ্চের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই সে কথা জানিয়ে বললেন, “আগের বার সিনিয়রদের সম্মান জানানো হয়েছিল। এ বার ছোটদেরও পুরস্কার দিচ্ছি।”
উত্তমকুমারের নামে পুরস্কার কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল। সারা জীবনের অবদানের জন্য পুরস্কার পান মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকদের সঙ্গে গৌতম ঘোষ। মহানায়ক সম্মানের অধিকারী তাপস পাল ও প্রসেনজিৎ।
|
উত্তমকুমারকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবি: পিটিআই |
বিশেষ সম্মাননা চিন্ময় রায় ও পার্থ মুখোপাধ্যায়ের। বিশেষ চলচ্চিত্র পুরস্কার পান একযোগে ৪১ জন অভিনেতা, সুরকার, কলাকুশলী ও নামী-দামি প্রযোজক গোষ্ঠী। সবার জন্যই বরাদ্দ অন্তত লক্ষাধিক টাকার পুরস্কার। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় তাঁর পুরস্কারের অর্থমূল্য পুরোটাই তথ্য-সংস্কৃতি দফতরের চলচ্চিত্রকর্মীদের কল্যাণ তহবিলে দান করেছেন। পুরস্কার দিয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, “এই বরণীয়-স্মরণীয় মানুষেরা শুধু বাংলা নয় পৃথিবীকে তাঁদের কাজে সমৃদ্ধ করেছেন। আমি বিশ্বাস করি, টলিউড একদিন বলিউড-হলিউডকেও ছাপিয়ে যাবে।”
প্রথমার্ধে পুরস্কার প্রদান, তার পরে জনপ্রিয় শিল্পীদের দিয়ে উত্তমকুমারের ছবির গানের অনুষ্ঠান। তারকা-সান্নিধ্যের আঁচ পেতে ভিড়ও মন্দ হয়নি।
|