গত বছর প্রধানত টালিগঞ্জের চলচ্চিত্রজগতের পোড়খাওয়ারাই এই স্বীকৃতি পেয়েছিলেন। এ বার উত্তমকুমারের তিরোধান দিবসে সরকারি চলচ্চিত্র-পুরস্কারের আসরে তরুণ প্রজন্মকেও পুরস্কারের আওতায় আনা হল। ফলে, প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে শুভশ্রী-শ্রাবন্তী বা সন্দীপ রায়ের সঙ্গে রাজ চক্রবর্তীরাও এক বন্ধনীভুক্ত হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আগেরবার সিনিয়রদের সম্মান জানানো হয়েছিল। এ বার ছোটদেরও পুরস্কার দিচ্ছি।”
গত বারের সায়েন্স সিটি-র প্রেক্ষাগৃহ থেকে অনুষ্ঠানটি এ বার সরিয়ে আনা হয় নজরুল মঞ্চে। প্রথমার্ধে পুরস্কার দেওয়ার পাট চুকলে পরের অর্ধে জনপ্রিয় সঙ্গীত-শিল্পীদের দিয়ে উত্তমের ছবির গানও পরিবেশন করা হয়। নিখরচায় টালিগঞ্জের তারকা-সান্নিধ্যের আঁচ পেতে ভিড়ও মন্দ হয়নি। প্রধানত শাসক দলের মেজ-সেজ নেতাদের উদ্যোগে প্রবেশপত্র বিলি করা হয়। বসার জায়গা না-পেয়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
উত্তমকুমারের নামে পুরস্কার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সারা জীবনের অবদানের জন্য পুরস্কার পান মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকদের সঙ্গে গৌতম ঘোষ। মহানায়ক সম্মানের অধিকারী এক সঙ্গে তাপস পাল ও প্রসেনজিৎ। বিশেষ সম্মাননা চিন্ময় রায় ও পার্থ মুখোপাধ্যায়ের। এ ছাড়া, বিশেষ চলচ্চিত্র পুরস্কার পান একযোগে ৪১ জন অভিনেতা, সুরকার, কলাকুশলী ও নামী-দামি প্রয়োজক গোষ্ঠী। সবার জন্যই বরাদ্দ অন্তত লক্ষাধিক টাকার পুরস্কার। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় তাঁর পুরস্কারের অর্থমূল্য পুরোটাই তথ্য-সংস্কৃতি দফতরের চলচ্চিত্রকর্মীদের কল্যাণ তহবিলে দান করেছেন। পুরস্কার দিয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, “এই বরণীয়-স্মরণীয় মানুষেরা শুধু বাংলা নয় পৃথিবীকে তাঁদের কাজে সমৃদ্ধ করেছেন। আমি বিশ্বাস করি, টলিউড একদিন বলিউড-হলিউডকেও ছাপিয়ে যাবে।”
|
রাজ্য সেরার পরে এ বার পূর্বাঞ্চলের সেরা নাটকের শিরোপাও পেল পুরুলিয়ার খুদে কুশীলবেরা। পুরুলিয়ার বাবলিং বাডস স্কুলের পড়ুয়াদের পরিবেশ রক্ষা বিষয়ক নাটক ‘তাতল ভূমির তিয়াস’ বুধবার কলকাতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের হলে মঞ্চস্থ হয়। ‘ইর্স্টান ইন্ডিয়া সায়েন্স ড্রামা কম্পিটিশন ২০১৩-র সেরা নাটকের শিরোপা তারা পায়। সেরা অভিনেতার পুরস্কার পায় পুরুলিয়ার ওই স্কুলের ছাত্র সুরজিৎ মোদক। দ্বিতীয় স্থান পাওয়া ওড়িশার একটি স্কুলের কুশীলবেরাও সুরজিৎদের সঙ্গে জানুয়ারি মাসে মুম্বইতে জাতীয় পর্যায়ের নাটক প্রতিযোগিতায় যোগ দেবে। |
|
উত্তরাখণ্ড বাঁচানোর উদ্যোগ। সামিল সঙ্গীতশিল্পীরা। তারই মহড়ায় (বাঁ দিক থেকে) অন্তরা চৌধুরী,
মনোময় ভট্টাচার্য, গৌতম ঘোষ, কালিকাপ্রসাদ ভট্টাচার্য এবং সুরজিৎ চট্টোপাধ্যায়। বুধবার। ছবি: স্বাতী চক্রবর্তী |
|
|