খুনে ধৃত পাঁচ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আউশগ্রামের জঙ্গল থেকে তৃণমূল কর্মী অরণ্যদেব কোনারের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হল পাঁচ জনকে। খুন ও মাটি খুঁড়ে দেহ চাপা দিয়ে দেওয়ার অভিযোগে ধরা হয়েছে মঙ্গলা সরেন, সুখরাম মান্ডি, দেবেন মুর্মু, শোভন সরেন ও বুধন সরেনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি কুচিডাঙায়। শোভন ও বুধনকে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাকিদের ৬ অগস্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতদের থেকে কয়েকটি রড উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই থেকে নিখোঁঝ ছিলেন আউশগ্রামের রামচন্দ্রপুরের বাসিন্দা অরণ্যদেববাবু। ১৯ জুলাই তাঁর দেহ উদ্ধার হয় কুচিডাঙা গ্রামের মাঝিপাড়া লাগোয়া জঙ্গল থেকে।
|
গণনাকেন্দ্র স্কুলে, বন্ধ পঠনপাঠন
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্র ও ডিসিআরসি হওয়ার কারণে প্রায় দশ দিন ধরে পঠনপাঠন বন্ধ মঙ্গলকোটের একেএম উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে পঠনপাঠন শুরু হবে কি না সে নিয়ে সন্দিহান শিক্ষকেরাই। এলাকার অন্য স্কুলে পঠনপঠন চললেও এই স্কুলে না হওয়ার কারণে পড়ুয়া ও অভিভাবকেরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ হবে না। তা সত্ত্বেও ইউনিট টেস্ট হবে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ১১টি ঘরে ব্যালট বক্স রাখা ও পুলিশের থাকার জন্য বরাদ্দ রয়েছে ৯টি ঘর। প্রধান শিক্ষক সুমন্ত চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষকেরা এলেও ঘরের সমস্যায় পড়াশোনা শুরু করা সম্ভব নয়।”
|
জয়ী বনপাশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃ বিদ্যালয় অনূর্ধ্ব ১৯ ভাতার জোন স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল বনপাশ শিক্ষা নিকেতন। বুধবার বামুনাড়া হাইস্কুল মাঠে তারা উদ্যোক্তা বামুনাড়াকে ২-০ গোলে হারিয়ে দেয়। গোল করে প্রদ্যোত মার্ড্ডি ও সজল মুর্মু। ১৬টি দল ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এ দিনের জয়ের পরে বনপাশ পরের পর্ব, বর্ধমান মহকুমা স্কুল ফুটবলে যোগ দেওয়ার ছাড়পত্র পেল।
|
জিতল ন্যাশনাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় ওয়েষ্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। বুধবার রাধারানি স্টেডিয়ামের এই খেলায় গোল করেন তপন কোড়া ও ষষ্ঠী মাঝি। |