বর্ধমান শহরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে দলীয় কার্যালয়ে রূপান্তরিত করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষরাই ওই কেন্দ্র ও স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের বাদশাহী রোডের শর্মাপাড়ার তৃণমূলের দলীয় অফিস তছনছ করে দিয়েছে।
দীঘর্র্দিন ধরেই স্থানীয় বাসিন্দারা এভাবে অঙ্গনওয়ারি কেন্দ্রকে তৃণমূলের কার্যালয়ে পরিণত করার প্রতিবাদ জানাচ্ছিলেন। এলাকার দুই বাসিন্দা শেখ আসগর ও পুতুল শর্মা বলেন, “এটি দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে চলছে। |
শর্মাপাড়ায় তছনছ হওয়া অফিসঘর। —নিজস্ব চিত্র। |
তৃণমূলের লোকেরা তা দখল করে নেওয়ায় আমরা প্রতিবাদ জানাই। প্রচুর আপত্তিও করি। কিন্তু দলের নেতারা কোনও কথা না শোনায় সোমবার রাতে উত্তেজিত জনতা ওই কেন্দ্র-সহ তৃণমূলের ১ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।” তবে এই ব্যাপারে শহরের তৃণমূল নেতারা মুখ খুলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায়, “এই ব্যাপারে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। কারণ প্রথমে আমাদের তরফে ওই কেন্দ্র দখল করে দলের অফিস করাটাই অন্যায় হয়েছিল।” জেলার অন্যতম পর্যবেক্ষক অলোক দাস বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।” বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “কেউ পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। তাই পুলিশও ঘটনাস্থলে যায়নি।” |