সংশোধনী বিপিএল তালিকা, আধার কার্ড-সহ পাঁচ দফা দাবিতে আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন বিরোধী কাউন্সিলরেরা। প্রাক্তন মেয়র তথা বিরোধী দলনেতা সিপিএমের তাপস রায়ের নেতৃত্বে তাঁদের একটি প্রতিনিধি দল মেয়রের কাছে স্মারকলিপিও দেন।
তাঁদের দাবি, পুর এলাকায় দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী বাসিন্দাদের সংশোধনী বিপিএল তালিকা বানাতে হবে, প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সুচারু ভাবে আধার কার্ডের ব্যবস্থা করতে হবে। এছাড়া একশো দিনের কাজে কোনও ওয়ার্ডে বৈষম্য করা চলবে না ও রেলপাড় এলাকার ওয়ার্ডগুলিতে জল নিকাশি-সহ উন্নয়নমূলক কাজে গতি আনতে হবে। তাপস রায়ের অভিযোগ, বিপিএল তালিকাভূক্ত বাসিন্দাদের নাম তোলার ক্ষেত্রে বৈষম্য করেছে এই পুরবোর্ড। ফলে যর্থাথ দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষজন সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর আরও অভিযোগ, তৃণমূল ও কংগ্রেস জোট পরিচালিত পুরবোর্ড ক্ষমতায় আসার পর থেকেই একশো দিনের কাজে চূড়ান্ত বৈষম্য দেখা যাচ্ছে। তাপসবাবুর দাবি, “যে ওয়ার্ডগুলিতে তৃণমূলের কাউন্সিলর রয়েছেন একমাত্র সেই ওয়ার্ডগুলিতেই একশো দিনের কাজ হচ্ছে।” তাঁরা জানান অবিলম্বে এই বৈষম্য বন্ধ না হলে তাঁরা পুরভবন চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করবেন। এছাড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা সিপিআই নেতা বিনোদ সিংহের অভিযোগ, রেলপাড়ের ওয়ার্ডগুলিতে উন্নয়নমূলক কাজের গতি অত্যন্ত ধীর। পানীয় জল, নিকাশি-সহ অন্যান্য পরিষেবা প্রায় পাচ্ছেনই না এলাকার বাসিন্দারা। ফলে এই এলাকায় বিশেষ ভাবে নজর দেওয়ার জন্য তাঁরা মেয়রের কাছে দাবি জানিয়েছেন।
তবে বিরোধীদের তোলা অভিযোগগুলি মানতে চাননি মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই পুরবোর্ড গত চারবছর ধরে বৈষম্যবিহীন উন্নয়নমূলক কাজ চালিয়ে গিয়েছে। পুর নাগরিকেরাই ভাল ভাবেই জানেন সে কথা। এ দিন বিরোধীদের তরফে খালি পড়ে থাকা তিনটি ওয়ার্ডে উপনির্বাচন করানোর দাবি তোলা হয়। |